Balurghat: এক সপ্তাহে দ্বিতীয় বার, ফাঁকা বাড়িতে হানা দিয়ে সর্বস্ব নিয়ে গেল চোরেরা

পূর্ব বর্ধমানের গলসির পুনরাবৃত্তি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। বাড়ি ফাঁকা থাকার সুযোগে গ্রিল ভেঙে ঢুকে সর্বস্ব নিয়ে গেল চোর। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বালুরঘাটের পরাণপুর তালতলা এলাকায়। পরিবারের দাবি, নগদ আড়াই লক্ষ ও বেশ কয়েক ভরি সোনার গয়না খোয়া গিয়েছে। তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।

গৃহকর্ত্রী মিঠু সরকার জানিয়েছেন, চিকিৎসার জন্য ৮ দিন আগে বাড়িতে তালা দিয়ে গিয়েছিলেন তিনি। বুধবার সকালে ফিরে দেখেন জানলার গ্রিল ভাঙা। এর পর তালা খুলে বাড়িতে ঢুকে দেখেন আলমারি ভাঙা। গোটা ঘর লন্ডভণ্ড। আলমারিতে থাকা আড়াই লক্ষ টাকা গায়েব। খোয়া গিয়েছে আলমারিতে থাকা যাবতীয় গয়না। খবর যায় বালুরঘাট থানায়। পুলিশকর্মীরা গিয়ে ঘটনাস্থল খতিয়ে দেখেন। জিজ্ঞাসাবাদ করেন পরিবারের পরিচারিকাকে।

বলে রাখি, গত রবিবার একই ঘটনা ঘটে বর্ধমানের গলসি থানা এলাকায়। গত বৃহস্পতিবার বাড়িতে তালা দিয়ে বিয়ে বাড়ি গিয়েছিলেন গলসি থানা তোলাপাড়ার বাসিন্দা নীলকমল ভট্ট ও তাঁর পরিবার। রবিবার সকালে বাড়িতে ঢোকার সময় দেখেন, জানলার গ্রিল ভাঙা। তখনই মনে কু ডাকে গৃহকর্ত্রী প্রণতি ভট্টর। ঘরে ঢুকে দেখেন, যা আশঙ্কা করেছিলেন ঠিক তাই। ঘর ময় ছড়ানো জামাকাপড় ও যাবতীয় জিনিস। লন্ডভণ্ড খাট। এমনকী রান্নাঘরও তোলপাড়। ফ্রিজ খুলে দেখেন, গায়েব মিষ্টি ও চকোলেট।

প্রণতিদেবী বলেন, বৃহস্পতিবার বিয়ে বাড়ি গিয়েছিলাম। রবিবার ফিরে দেখি বাড়িতে চুরি হয়েছে। সম্ভবত সারা রাত ধরে আয়েশ করে চুরি করেছে চোরেরা। ফ্রিজ থেকে বার করে ঠান্ডা জল খেয়েছে। চকোলেট মিষ্টি গুলোও ছাড়েনি। খেয়ে প্যাকেটগুলো ছড়িয়ে ফেলেটে এদিকে ওদিকে। রান্নাঘরে গিয়ে দেখি ৫ লিটার রিফাইন তেল নিয়ে গিয়েছে। ২০০ গ্রাম পোস্ত ছিল একটা প্যাকেটে, সেটাও নেই। এছাড়া ৩টে আলমারি ভেঙে প্রায় ৮ লক্ষ টাকা দামের গয়না ও ভালোভালো সব জামাকাপড় নিয়ে গিয়েছে চোরেরা।