Blast in Pakistan before election : ভোটের আগের দিন প্রার্থীর অফিসের সামনে বিস্ফোরণ! পাকিস্তানে মৃত ২২, আহত বহু

ভোট শুরু হতে আর ২৪ ঘণ্টারও কম সময় রয়েছে। তার আগেই পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে গেল বালুচিস্তানে। বালুচিস্তানে এক প্রার্থীর অফিসের সামনে পর পর ২ টি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ১২ জন ছিল। এদিকে, রাত পোহালেই পাকিস্তানে ভোট। তার আগে এহেন বিস্ফোরণে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবারই পাকিস্তানে ভোট। তার আগে, এই বিস্ফোরণ নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন তুলতে শুরু করেছে। সদ্য গত কয়েক মাস ধরে পাকিস্তানে পর পর সন্ত্রাসী হামলা ও একের পর এক ভারত বিরোধী সন্ত্রাসবাদীদের মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনা চলেছে বিস্তর। এরই মাঝে পাকিস্তানের রাজনীতিতে ঝড় তুলে ইমরান খানের জেলবন্দি হওয়ার ঘটনায় বেশ প্রভাব পড়েছে সেদেশের ভোটে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তোষাখানা দুর্নীতি সহ একাধিক মামলায় অভিযুক্ত। সদ্য তাঁর জেলবন্দি হওয়ার ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। কোর্টের নির্দেশে তিনি জেলবন্দি হতেই তাঁর সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। এরপর পাক আইন মোতাবেক ইমরান জেল থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন ভোটে। সেই দিক থেকেও তাঁর সমর্থকরা ক্ষোভে ফুঁসছেন। এদিকে, বালুচিস্তানের যে জায়গায় বিস্ফোরণ হয়েছে, সেখানে ১০ হাজার পুলিশ মোতায়েন ছিল। তারপরও কীভাবে বিস্ফোরণ হয়, তা নিয়ে রয়েছে প্রশ্ন। উল্লেখ্য, পাকিস্তানের শেষ সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদের ভোটে জিতেছেন ইমরান খান। এদিকে, চলতি বছরের ভোটে প্রার্থী হতে পারেননি ইমরান। পাশাপাশি তাঁর পার্টি তেহরিক এ ইনসাফ পাকিস্তানকে ব্যাট চিহ্ন ব্যবহার করতে দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে তাঁর সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়ছে পিএমএন এল নওয়াজ পার্টির বিরুদ্ধে। যে পার্টি থেকে নওয়াজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ প্রার্থী হিসাবে লড়ছেন। আপাতত যা রিপোর্ট তাতে নওয়াজ শরিফের এই ভোটে জয় কার্যত সময়ের অপেক্ষা। এমনই দাবি বহু সমীক্ষার। সেই জায়গা থেকে এই বিস্ফোরণের নেপথ্যে কে বা কারা থাকতে পারে, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

(Nitin Gadkari Latest: ‘যে ভালো কাজ করে সে কখনও সম্মান পায়না’, লোকসভা ভোটের আগে গডকরির কণ্ঠে কোন ইঙ্গিত?)

আর্থিক সংকট সহ একাধিক ঘটনা নিয়ে জেরবার পাকিস্তান। ভোটের আগে সেদেশে সদ্য এক ধাক্কায় ১৩ পাকিস্তানি রুপির বেশি লিটারে দাম বেড়েছে পেট্রোলের। এছাড়াও অত্যাবশ্যকীয় দ্রব্যের দাম বেড়েছে পাকিস্তান জুড়ে। এদিকে, পাকিস্তানের বালুচিস্তান বহুদিন ধরে সন্ত্রাসী সমস্যায় জেরবার। সেই জায়গা থেকে এই বিস্ফোরণ বহু প্রশ্ন তুলছে।