IND vs ENG Test Jasprit Bumrah becomes first Indian fast bowler to be ranked No 1 in Tests

বিশাখাপত্তনম: দ্বিতীয় টেস্টে তাঁর আগুনে বোলিং ছারখার করে দিয়েছে ইংরেজদের। বিশাখাপত্তনমে ম্যাচের সেরাও হয়েছিলেন। সেই যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) এবার নিজের ধারাবাহিকতার পুরস্কার পেলেন। গড়লেন এমন এক নজির, যা এর আগে ভারতের কোনও ফাস্টবোলার গড়তে পারেননি।

ভারতের প্রথম পেসার হিসাবে আইসিসি (ICC) টেস্ট ব়্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা হলেন বুমরা। এর আগের ব়্যাঙ্কিং ছিল চার। একবারে তিনধাপ উঠে আপাতত শীর্ষে বুমরা। সতীর্থ আর অশ্বিনকে গদিচ্যুত করলেন তিনি। এর আগে বুমরার সর্বোচ্চ ব়্যাঙ্কিং ছিল ৩। সেই নজির ভেঙে নতুন মাইলফলক স্পর্শ করলেন আমদাবাদের ডানহাতি পেসার।

আইসিসি ব়্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে ভারতীয় পেসারদের মধ্যে সর্বোচ্চ ব়্যাঙ্কিং ছিল কপিল দেবের। ১৯৭৯ সালের ডিসেম্বর থেকে ১৯৮০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টেস্টে বোলারদের ব়্যাঙ্কিংয়ে দুইয়ে ছিলেন কপিল দেব। তবে ভারতীয় পেসারদের মধ্যে কেউ কোনওদিন টেস্টে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেননি। জাহির খান সর্বোচ্চ তিন নম্বরে উঠেছিলেন। ২০১০ সালের অক্টোবর থেকে নভেম্বর একে ছিলেন বাঁহাতি পেসার জাহির। সেই নজির ভেঙে দিলেন বুমরা।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করেও হারতে হয়েছিল ভারতীয় দলকে। তবে বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে এক দিন বাকি থাকতেই ম্যাচ জিতে সিরিজ়ে সমতায় ফিরেছে টিম ইন্ডিয়া। ভারতের জয়ের অন্যতম নায়ক হলেন যশপ্রীত বুমরা। তিনি দুরন্ত বোলিংয়ে ৯ উইকেট নেন। তবে সিরিজ়ের তৃতীয় টেস্টে তারকা ফাস্টবোলারকে খেলতে নাও দেখা যেতে পারে।

রাজকোটে ১৫ ফেব্রুয়ারি থেকে আয়োজিত হতে চলা তৃতীয় টেস্টে বুমরাকে বিশ্রাম দিতে আগ্রহী জাতীয় দলের নির্বাচকরা। এই বিষয়ে তাঁরা টিম ম্যানেজমেন্টের সঙ্গেও কথাবার্তা বলবেন বলে শোনা যাচ্ছে। জাতীয় নির্বাচকরা মনে করছেন বুমরাকে যদি তৃতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়, তাহলে তিনি সিরিজ়ের বাকি দুই ম্যাচে বাড়তি উদ্যম নিয়ে মাঠে নামতে পারবেন। বুমরার বদলে বাকি বিকল্প নিয়ে ভাবনাচিন্তা করবেন নির্বাচকরা।

প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করলেও, ভারতীয় নির্বাচকমণ্ডলী এখনও শেষ তিন টেস্টের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করেনি। তৃতীয় টেস্টের আগে রবীন্দ্র জাডেজা, কেএল রাহুল ফিট হবেন কি না, সেই নিয়ে তো প্রশ্নচিহ্ন রয়েইছে, পাশাপাশি বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে বিরাট কোহলিকে নিয়েও। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু ঠিক কী কারণে তিনি খেলছেন না, বোর্ডের তরফে অবশ্য তা খোলসা করা হয়নি।

আরও পড়ুন: মৃত্যুর পরেও ভারতীয় ক্রিকেটকে উপহার দিয়ে চলেছেন সচিনের কোচ! যশস্বীর সাফল্যের কাহিনি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও দেখুন