Locket Chatterjee: ‘পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে চাই না,’ শ্রীরামপুরে পড়ল পোস্টার

২০১৯ সালে হুগলি লোকসভা কেন্দ্রে জিতে সাংসদ হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। সম্প্রতি খবর ছড়ায় হুগলির বদলে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হতে পারে লকেটকে। প্রার্থী ঘোষণার আগেই তাঁকে পরিযায়ী এবং বহিরাগত তকমা দিয়ে পোস্টার পড়ল শ্রীরামপুরে। এই পোস্টারকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূলে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। পোস্টারের জন্য একে অন্যের দিকে আঙুল তুলছে।

পোস্টারে লেখা হয়েছে, ‘কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই।’ লেখার নীচেই আবার বন্ধনীর মধ্যে লেখা হয়েছে, ‘দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপি কর্মী।’ এই পোস্টার পড়েছে শ্রীরামপুর-সহ শেওড়াফুলি ও বৈদ্যবাটতে এই পোস্টার পড়েছে।

পড়ুন। আক্রান্ত অনুব্রত ‘ঘনিষ্ঠ’, মাধ্যমিক পরীক্ষার্থীর ফাটল মাথা, চর্চায় কাজল শেখ

তাঁদের দলের কেউ এই পোস্টার দেননি বলে জানিয়ে দিয়ে বিজেপির সংবাগঠনিক সভাপতি মোহন আদক বলেন, ‘লকেট চট্টোপাধ্যায় আবার হুগলিতে জিতে সংসাদ হবেন। তৃণমূল নেতারা গলা অবধি দুর্নীতিতে ডুবে রয়েছেন। তাই সেদিক থেকে নজর ঘোরাতে, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই পোস্টার দেওয়া হয়েছে। এ সব করে কিছু লাভ হবে না। ৪০০ আসন নিয়ে আবার কেন্দ্রে সরকার গড়বেন নরেন্দ্র মোদী।’

তৃণমূল বিজেপির অভিযোগকে উড়িয়ে দিয়েছে। হুগলি জেলা সহ সভাপতি বিধায়ক অসিত মজুমদার বলেন,’শুনলাম শ্রীরামপুরে লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে পোস্টার পড়েছে বিজেপির নাম দিয়ে। বাংলায় ৪২টা আসনের ৪২টাই জিতবে তৃণমূল। কোথাও পালিয়ে বাঁচা যাবে না। হুগলিতে দাঁড়ালে এবার পাঁচ লক্ষ ভোটে হারবে। তাই শ্রীরামপুরে পালাচ্ছে।’ তিনি বলেন, ‘৪২টা আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রার্থী। শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে লকেটকে বিজেপিই হারাবে।’

পডুন। ‘সোনার কেল্লার মতোই কাঁটা বিছানো পথ’ প্রাথমিকের মামলায় মন্তব্য ইডির আইনজীবীর

তবে হুগলি বিজেপির একাংশ লকেটকে নিয়ে বিরক্ত বলেই খবর। সেই ‘বিরক্তি’ হুগলি ছাড়িয়ে শ্রীরামপুরেও পৌঁছে গিয়েছে বলে মনে করা হচ্ছে। পোস্টারের তা প্রকাশ পেয়েছে।

পড়ুন। ৯ ফেব্রুয়ারি শুভেন্দুর নেতৃত্বে ‘রাজভবন চলো’ কর্মসূচি বিজেপির