Natasha Stankovic stunning wife of Indian cricketer Hardik Pandya know her background and profile in Valentines weak

মুম্বই: কফি উইথ কর্ণ শোয়ে আলটপকা মন্তব্য করে তখন ভারতীয় ক্রিকেট বোর্ডের রোষানলে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) তাঁকে নির্বাসিতও করেছিল। ক্রিকেট মাঠের বাইরে ঠিক সেই সময়ই সার্বিয়ার এক মডেল-অভিনেত্রীর সঙ্গে আলাপ হার্দিকের। নাতাশা স্ত্যাঙ্কোভিচ (Natasha Stankovic)।

একটি পার্টিতে দুজনের আলাপ হয়। আর প্রথম দর্শনেই প্রেম। তারপর থেকে একাধিক পার্টিতে হার্দিক ও নাতাশাকে একত্রে দেখা গিয়েছে। হার্দিক নাতাশাকে বাড়ি নিয়ে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করিয়ে দেন। তারপরই ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন ভারতীয় অলরাউন্ডার। দুবাইয়ে একটি স্পিড বোটে বাগদান সারেন দুজনে। সেই সময় সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল হার্দিক-নাতাশার ছবি।

তার কয়েকদিন পরেই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দুজনে। নাতাশার অন্তঃসত্ত্বা হওয়ার খবরও প্রকাশ্যে আনেন। হার্দিক-নাতাশার একমাত্র পুত্রসন্তান অগস্ত্য।

সার্বিয়ার পোজ়ারেভাচে জন্ম নাতাশার। নোভি সাদের ব্যালে হাইস্কুলে পড়াশোনা। পরে বেলগ্রেডের স্কোলা ইগরে আশেন আতালিজাঙ্ক বিশ্ববিদ্যালয়ে নাচ নিয়ে উচ্চশিক্ষা করেন। স্নাতক হয়েছেন নাতাশা। তিনি শাকাহারী। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মেদহীন আকর্ষণীয়, ছিপছিপে শরীর ধরে রাখার নেপথ্যে তাঁর খাদ্যাভ্যাস ভীষণই সাহায্য করেছে।

মাত্র ৩ বছর বয়স থেকা নাচ শিখেছেন নাতাশা। সার্বিয়ায় ১৭ বছর ধরে নাচ নিয়ে পড়াশোনা করেছেন, শিখেছেন। পাশাপাশি করেছেন মডেলিংও। মিস স্পোর্টস অফ সার্বিয়া খেতাব জিতেছিলেন। পরে ভাগ্যের সন্ধানে ভারতে পাড়ি দেন।

মুম্বইয়ে এসে মডেলিং শুরু করেন। জনসন অ্যান্ড জনসনের মডেল হিসাবে কাজ তাঁকে প্রচারের আলোয় আনে। তারপর থেকে ফিলিপ্স, ক্যাডবেরির মতো একাধিক নামী সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছে নাতাশাকে।

ব়্যাপার বাদশার প্রবল জনপ্রিয় ‘ডিজে ওয়ালে বাবু’ গানের মিউজ়িক ভিডিওতে দেখা গিয়েছিল নাতাশাকে। ভারতে বিভিন্ন ফ্যাশন শোয়ে তখন রীতিমতো শো স্টপার হয়ে উঠেছিলেন নাতাশা।

উদ্যোপগপতি ও প্রাক্তন মডেল স্যাম মার্চেন্টের সঙ্গে সম্পর্কে জড়ান নাতাশা। পরে নাচ বলিয়ে ডান্স রিয়ালিটি শোয়ের পার্টনার আলি গনির সঙ্গে প্রেম করেছেন নাতাশা। তবে সেই সম্পর্কও টেকেনি। আলি একটি সাক্ষারকারে জানান যে, সাংস্কৃতিক ভেদাভেদই তাঁদের সম্পর্ক না টেকার মূলে প্রধান কারণ। শেষ পর্যন্ত হার্দিকের সঙ্গে প্রেম ও বিয়ে নাতাশার।

নাতাশাকে দেখা গিয়েছে বড় পর্দাতেও। ২০১৪ সালে তামিল সিনেমা আরিমা নাম্বি দিয়ে বড় পর্দায় অভিষেক। তারপর থেকে একাধিক সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করেছেন নাতাশা।

আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! বিপাকে অর্জুন পুরস্কার জয়ী ভারতের হকি তারকা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও দেখুন