Nitin Gadkari Latest: ‘যে ভালো কাজ করে সে কখনও সম্মান পায়না’, লোকসভা ভোটের আগে গডকরির কণ্ঠে কোন ইঙ্গিত?

যাঁরা ভালো কাজ করেন, তাঁরা যোগ্য সম্মান পান না, আর যাঁরা খারাপ করেন, তাঁরা শাস্তি পান না, এমনই এক বার্তা সদ্য মুম্বইয়ের এক অনুষ্ঠানে দিয়েছেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। মোদী সরকারের মন্ত্রীর কণ্ঠে এমন অভিমান বা আক্ষেপের সুর লোকসভা ভোটের কয়েক মাস আগে আসতেই তা নিয়ে রাজনীতির পাড়ায় সাড়া পড়ে গিয়েছে। জনসেবায় সেরা কাজের জন্য দেশের সাংসদদের সম্মানার্থে এক বিশেষ অনুষ্ঠান সদ্য মুম্বইতে আয়োজিত হয়। সেখানেই নীতিন গডকরি একথা বলেন।

কয়েক মাস গড়ালেই লোকসভা ভোট। ক্রমেই শাসক ও বিরোধীপক্ষ তা নিয়ে নিজেদের কৌশল সাজাচ্ছে। এরই মধ্যে মোদী সরকারের মন্ত্রী নীতিন গড়করি কারোর নাম না করেই বলেন,’আমি সব সময় মজা করে বলি, যে পার্টিরই সরকার হোক না কেন, একটা জিনিস নিশ্চিত, ভালো কাজ করলে কখনওই সম্মান পাবেন না। আর যাঁরা খারাপ কাজ করে, তাঁরা কখনওই শাস্তি পাবেন না।’ উল্লেখ্য, দেশের ‘হাইওয়ে ম্যান’ হিসাবে পরিচিতি রয়েছে এই কেন্দ্রীয় মন্ত্রী। পরিবহন মন্ত্রী হিসাবে তাঁর আমলে দেশ পেয়েছে একাধিক তাবড় হাইওয়ে। সেই নীতিন গডকরি বলছেন, ‘এমন কিছু লোক আছেন যাঁরা তাঁদের আদর্শের উপর ভিত্তি করে দৃঢ় প্রত্যয় নিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু এই ধরনের মানুষের সংখ্যা কমছে। আর আদর্শের অবনতি, যা ঘটছে, তা গণতন্ত্রের জন্য ভালো নয়।’ 

(Motorshuti Health Benefits: শুধু কচুরি খেলেই হবে? মটরশুঁটির উপকারিতাও কিছু কম নয়! দেখে নিন গুণগুলি )

বিজেপির মারাঠা রাজনীতির এই হেভিওয়েট নেতা বলছেন, ‘আমাদের বিতর্ক ও আলোচনায় মতের পার্থক্য আমাদের সমস্যা নয়। আমাদের সমস্যা ধারনার অভাব… ডানপন্থী না বামপন্থী হিসাবে নয়, আমরা পরিচিত হচ্ছি সুবিধাবাদী হিসাবে, কেউ কেউ এভাবে লিখে থাকেন। আর আমরা সবাই ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত থাকতে চাইছি।’ উল্লেখ্য, দেশকে গণতন্ত্রের মন্দির বলে প্রায়সই উল্লেখ করেন নরেন্দ্র মোদী। সেই মোদী সরকারের মন্ত্রিসভার সদস্য নীতিন গডকরি ফের একবার মোদীর প্রধানমন্ত্রীর কথাকে স্মরণ করিয়ে বলেন, ‘এই বিশেষত্বের কারণেই আমাদের গণতান্ত্রিক শাসনব্যবস্থা বাকি বিশ্বের জন্য আদর্শ।’ অনুষ্ঠানে সাফ বার্তায় গডকরি বলেন, যে রাজনীতিবিদদের অস্থায়ী মেয়াদ থাকতে পারে।  কারণ তাঁরা কখনও ক্ষমতায় আসেন বা যান। তবে তাঁদের নির্বাচনী এলাকায় তাঁদের কাজই এলাকাবাসীর কাছে তাঁদের সম্মান আর উত্তরাধিকারকে নির্ধারণ করে দেয়।