Rose Day 2024: হ্যাপি রোজ ডে! ৭ ফেব্রুয়ারি পালন করা হয় রোজ ডে, জেনে নিন এর সঙ্গে জুড়ে থাকা খুঁটিনাটি কাহিনি

চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। এ মাসই আবার ভ্যালেন্টাইন’স ডের মাস। আর মাত্র কয়েক দিন পরেই সেই কাঙ্খিত দিন। ইতোমধ্যে শুরু হয়ে গেছে ভ্যালেন্টাইন’স উইক। অর্থাৎ প্রেমের সপ্তাহ।

আসন্ন ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন’স ডে। সাধারণত, তার ৭ দিন আগে থেকেই শুরু হয় ভালোবাসার সপ্তাহ। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি ‘রোজ-ডে’ অর্থাৎ গোলাপ দিবস পালনের মধ্য দিয়ে শুরু হয় প্রেমের সপ্তাহ। সে অনুযায়ী, আজ রোজ ডে’র মধ্য দিয়ে শুরু হলো ভালোবাসা সপ্তাহ। আর প্রেমের শুরু তো ফুল দিয়েই।

প্রেমিক-প্রেমিকা হোক বা যে কোনও প্রিয়জন, হাতে ধরে গোলাপ উপহার দেওয়ার দিন আজই। ভালোবাসার ফুল গোলাপ। ভালোবাসার ভাষা বুঝতে ও বোঝাতে পারে গোলাপ। তাই উপহার হিসেবে গোলাপের চাহিদা এখনও সবকিছুর ঊর্ধ্বে। লাল, হলুদ, সাদা, গোলাপি বিভিন্ন রঙের সঙ্গেই বদলে যায় গোলাপের ভাষা, আবেদন। জেনে নিন কোন রঙের গোলাপ কীসের প্রতীক।

লাল গোলাপ

(Unsplash)

লাল গোলাপ- প্রেমের কবিতা, গল্পে বার বার ঘুরে ফিরে এসেছে রক্ত গোলাপের কথা। সৌন্দর্য, ভালবাসার প্রতীক লাল গোলাপ। সময়ের সঙ্গে সঙ্গে প্রেমের ধরণ বদলে গেলেও প্রেম নিবেদনের ভাষা হিসেবে লাল গোলাপের আবেদন চিরন্তন।

<p>গোলাপি গোলাপ: কারও প্রশংসা করতে চান? তাহলে এই দিনে তাঁর হাতে দিন গোলাপি রঙের গোলাপ। এটি প্রশংসা, মুগ্ধতার প্রতীক। Rose Day-তে উপহার দেওযার জন্য দারুণ রঙের গোলাপ এটি। </p>

গোলাপি গোলাপ: কারও প্রশংসা করতে চান? তাহলে এই দিনে তাঁর হাতে দিন গোলাপি রঙের গোলাপ। এটি প্রশংসা, মুগ্ধতার প্রতীক। Rose Day-তে উপহার দেওযার জন্য দারুণ রঙের গোলাপ এটি। 

গোলাপি গোলাপ- শুধু লাল গোলাপ নয়, মনের ভাষা বোঝাতে পারে গোলাপি গোলাপও। ভালবাসা, কৃতজ্ঞতা, স্বীকৃতির প্রতীক গোলাপি গোলাপ। প্রিয় বন্ধু, নির্ভরযোগ্য সঙ্গীকে ‘থ্যাঙ্ক ইউ’ বলতে পারেন গোলাপি গোলাপ দিয়ে।

<p>কমলা গোলাপ</p>

কমলা গোলাপ

কমলা গোলাপ- প্যাশন বোঝাতে আমরা লাল রং ব্যবহার করে থাকি। তবে আসলে কিন্তু কমলা গোলাপ আবেগ, উত্সাহ, উদ্দীপনার প্রতীক। সহযোদ্ধাকে উদ্বুদ্ধ করতে ব্যবহার করা হয় কমলা গোলাপ। কমলা গোলাপ উপহার দিয়ে বোঝাতে পারেন, আপনি পাশে আছেন।

<p>হলুদ গোলাপ</p>

হলুদ গোলাপ

হলুদ গোলাপ- জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কের প্রতীক হলুদ গোলাপ। ঠিক ধরেছেন। হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক। আনন্দ, সুস্বাস্থ্য বোঝাতেও হলুদ গোলাপ ব্যবহার করা হয়। আপনার জীবনে তাঁর মূল্য বোঝাতে প্রিয়বন্ধুকে দিতে পারেন একগুচ্ছ হলুদ গোলাপ।

<p>পিচ গোলাপ: প্রেমের দিনে বা Rose Day-তে দেওয়ার জন্য দারুণ রং এটি। কারণ এর মানে, প্রেমে পড়েছেন। কিন্তু বলতে লজ্জা পাচ্ছেন। </p>

পিচ গোলাপ: প্রেমের দিনে বা Rose Day-তে দেওয়ার জন্য দারুণ রং এটি। কারণ এর মানে, প্রেমে পড়েছেন। কিন্তু বলতে লজ্জা পাচ্ছেন। 

পিচ গোলাপ- এই রঙের গোলাপ আরোগ্যের প্রতীক। সততা, আন্তরিকতা, সহমর্মিতা বোঝাতে উপহার দিন পিচ গোলাপ।

<p>কালো গোলাপ</p>

কালো গোলাপ

কালো গোলাপ- কালো গোলাপ বলতে সত্যিকারে আসলে কিছু নেই, কোন গোলাপের রঙই কালো হয় না। যেগুলোকে কালো গোলাপ বলা হয় আসলে সেগুলো হলো খুব গাঢ় লাল রঙের গোলাপ দেখতে যাদের পাপড়ী গুলো কালটে মনে হয়। কালো গোলাপ বেদনাদায়ক ভালোবাসা ও বিষাদের প্রতীক। কালো গোলাপ অন্তোষ্টীক্রিয়াতেও সাদা গোলাপের মতো ব্যবহৃত হয়।

এতো গেল কোন রঙের গোলাপের কী মাহাত্ম্য। তবে জানেন কী, ৭ ফেব্রুয়ারি ছাড়াও আরও একটি দিন আছে যা উদযাপন করা হয় বিশ্ব গোলাপ দিবস উপলক্ষে। কেন উদযাপন করা হয় বিশ্ব গোলাপ দিবস তার পিছনে রয়েছে একটি ইতিহাস। যে ইতিহাসের গল্প জানলে আপনাকেও একটু নস্টালজিক করে তুলতে পারে। প্রতিবছর ২২ সেপ্টেম্বর পালন করা হয় বিশ্ব গোলাপ দিবস । সারা বিশ্ব জুড়ে ক্যান্সার রোগীদের জন্য উৎসর্গ করা হয় দিনটি । এই দিন টির লক্ষ্য এই ধরনের রোগীদের জীবনে সুখ এবং আশা নিয়ে আসা এবং তাদের মনে করিয়ে দেয় যে তারা দৃঢ় সংকল্প এবং ইতিবাচকতার মাধ্যমে ক্যান্সারের বিরুদ্ধে তাদের যুদ্ধে বিজয়ী হতে পারে। কেন ২২ সেপ্টেম্বর রোজ ডে পালন করা হয় তার ইতিহাস জানতে গেলে আমাদেরকে যেতে হবে একটু অতীতে।

ঘটনার সূত্রপাত ১৯৯৪ সালে কানাডায়। যেখানে ১২ বছর বয়সি ক্যান্সার আক্রান্ত মেলিন্ডা রোজের ক্যান্সারের সঙ্গে কঠিন লড়াইকে সম্মান জানিয়ে প্রথম পালিত করা হয়েছিল বিশ্ব গোলাপ দিবস। মাত্র ১২ বছর বয়সী কানাডার নিবাসী ম্যারিন্ডা রোজ এর ব্লাড ক্যান্সারের একটি বিরল রূপ ধরা পড়ে। চিকিৎসকরা বলেছিলেন এক সপ্তাহের বেশি বাঁচবেন না মেলেন্ডা। তবে সবাইকে চমকে দিয়ে তিন বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে বেঁচে ছিলেন ছোট্ট ম্যারেন্ডার রোজ। তার সেই ক্যান্সারের প্রতি লড়াইকে সম্মান জানিয়ে প্রতিবছর সারা বিশ্বে ক্যান্সার আক্রান্ত রোগীদের এই বিশেষ দিনে গোলাপ ফুল সঙ্গে শুভেচ্ছা বার্তার কার্ড দিয়ে তাদেরকে মনে করিয়ে দেওয়া হয় তারাও পারবেন ক্যান্সারের সঙ্গে যুদ্ধে জয়ী হতে।

৭ ফেব্রুয়ারি যখন একদিকে বাজারে গোলাপের দাম তুঙ্গে। যখন সকল প্রেমিক-প্রেমিকা নিজেদের প্রিয়জনদের এক তোড়া ভালবাসার গোলাপ উপহার দেবে তখন এই প্রতিবেদন তাঁদের সকলের ভালবাসাকে আরও মজবুত করবে ‌যাঁরা বা ‌যাঁদের পরিবার লড়াই করছেন মারণ বোগ ক্যান্সারের সঙ্গে।