“You try and get on top of them early”: Joe Root on Rohit and Kohli ahead of Rajkot Test

রাজকোট: রাজকোট টেস্টের আগে নিজেদের গেমপ্ল্যান সাজিয়ে নিতে চাইছে টিম ইংল্যান্ড। বিশাখাপত্তনম টেস্টে হারের পর যশপ্রীত বুমরাকে সামলানোর ছক কষা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই ম্য়াকালাম শিবির। এছাড়াও ভারতের ব্য়াটিং লাইন আপের ২ প্রধান মুখ বিরাট কোহলি ও রোহিত শর্মাও যে মাথাব্যথার কারণ হতে পারে ইংল্যান্ডের, তা ভালমতই জানেন রুটরা। তাই ২ ভারতীয় তারকাকে দ্রুত প্যাভিলিয়নে ফেরানোই যে একমাত্র লক্ষ্য হবে, তা মনে করিয়ে দিলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। এই মুহূর্তে আবুধাবিতে ছুটি কাটাচ্ছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। তারই ফাঁকে রুট বলেন, ”বিরাট ও রোহিতের উইকেটের গুরুত্ব কতটা তা সবার জানা। আমাদের মাথাতেও এই বিষয়টা আছে। ওঁরা ভারতের ব্যাটিং লাইন আপের সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার। ওরা কি করতে পারে, তা সবাই জানেন। ওরা একবার ভাল শুরু করলে বড় স্কোর বোর্ডে তুলে নেয়। তাই শুরুতেই ওদের ফেরাতে হবে। এর আগেও বিরাট, রোহিত আমাদের সমস্যায় ফেলেছে। তাই ওদের ব্যাট যত কম কথা বলবে, ততই আমাদের জন্য গোটা সিরিজে ভাল।” উল্লেখ্য, বল হাতে রুট গত ২ টেস্টে ভাল পারফর্ম করলেও ব্যাট হাতে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। চার ইনিংসে রুটের সংগ্রহ যথাক্রমে ২৪, ৩৯, ১৪ ও ১৩। 

ইংল্যান্ডকে এই সিরিজ়ে কেমন উইকেটে খেলতে হবে, সেই নিয়ে বহুদিন আগে থেকেই চর্চা হচ্ছিল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক তো বলেই দিয়েছেন, ভারতের হাতে যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, মুকেশ কুমারদের মতো পেসার থাকায় স্পিনিং ট্র্যাকের দরকারই নেই। যে কোনও পিচ থেকেই বিপক্ষের ২০টি উইকেট তুলে নিতে পারেন যাঁরা। প্রাক্তন সতীর্থের মতো এই প্রসঙ্গে অনেকটা একই সুর ধরা পড়ল রাহুল দ্রাবিড়ের গলাতেও।

আরও দেখুন