Australia cricketer Aaron Finch calls for reduction of overs in ODIs know details

সিডনি: ওয়ান ডে ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে ২৫ ওভার করে দুটি ইনিংসের ম্যাচ করার প্রস্তাব অনেকদিন আগেই দিয়েছিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এবার আরও এক অভিনব প্রস্তাব এল। দিলেন অ্যারন ফিঞ্চ (Aaron Finch)। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক।

ফিঞ্চ দাবি করেছেন, ওয়ান ডে ক্রিকেটের ওভার সংখ্যা কমিয়ে দেওয়া হোক। ৫০ ওভারের পরিবর্তে খেলা হোক ৪০ ওভার প্রতি ইনিংস করে। তাঁর মতে, ৫০ ওভারের ইনিংস এখনকার দিনের ক্রিকেট দর্শকদের কাছে ভীষণ মন্থর। এবং এতে দর্শকরা মাঠে আসার আকর্ষণ অনুভব করছেন না।

২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ সফল হয়েছে। তবে ওয়ান ডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছেই। এ বছর খুব কম ওয়ান ডে ম্যাচ রয়েছে। এ বছরই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে কথা মাথায় রেখে টি-টোয়েন্টি ফর্ম্যাটেই বেশিরভাগ ম্যাচ খেলানো হচ্ছে সব দলকেই। সব দেশের ক্রিকেট বোর্ডও এ বছর টি-টোয়েন্টি ফর্ম্যাটে বেশিরভাগ ম্যাচ খেলার পরিকল্পনা সেরে রেখেছে। তবে দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ নিয়ে আগ্রহ কমছে। মাঠে দর্শকসংখ্যা কমছে। যা আইসিসি কর্তাদেরও কপালে ভাঁজ ফেলেছে। এমনকী, বড় দলের ম্যাচ হলেও মাঠ ভরছে না।

ফিঞ্চ বলেছেন, ‘আমার মনে হয় ৪০ ওভারের ম্যাচ হওয়া উচিত। আমি দেখতে ভীষণ পছন্দ করব। ইংল্যান্ডে প্রো ফর্টি টুর্নামেন্ট শুরু হয়েছে আর সেটা দারুণ এক টুর্নামেন্ট। আমার মতে ওয়ান ডে ফর্ম্যাটটা খুব বড় হয়ে যাচ্ছে। ৫০ ওভারের ম্যাচে বোলিং করার গতি এত মন্থর যে, ঘণ্টায় ১১ থেকে ১২ ওভার করা সম্ভব হয়। এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। অনেকে হয়তো বলবেন, আমি টি-টোয়েন্টি ক্রিকেটকে গৌরবান্বিত করছি। তবে সবটাই ভিড় টানার ব্যাপার। সেটাই প্রধান।’

তবে বড় দলের ম্যাচ হলে এই ফর্ম্যাট ব্যবহারের পক্ষপাতী নন ফিঞ্চ। কিন্তু লড়াই করছে যে সব দল, তাদের কাছে এই ফর্ম্যাট উপযোগী হতে পারে বলেই মত ফিঞ্চের। যেমন ওয়েস্ট ইন্ডিজ়। দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা শেষ ওয়ান ডে বিশ্বকাপের যোগ্যতা অর্জনই করতে পারেনি। 

ফিঞ্চ বলেছেন, ‘সব সিরিজে ৪০ ওভারের ওয়ান ডে করতে বলছি না। যখন বড় দল একে অন্যের বিরুদ্ধে খেলে, এখনও টানটান উত্তেজনা অনুভব করি আমি। তবে একপেশে ম্যাচ হলেই মুশকিল। এই যেমন ওয়েস্ট ইন্ডিজ়, যারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ওরা মূল স্রোতের বাইরে চলে যাচ্ছে। বিশ্বকাপের মঞ্চে ফেরার চেষ্টা করছে। এই ধরনের ক্ষেত্রে ৪০ ওভারের ফর্ম্যাট ভীষণ উপযুক্ত হবে বলেই আমার বিশ্বাস।’

আরও পড়ুন: মৃত্যুর পরেও ভারতীয় ক্রিকেটকে উপহার দিয়ে চলেছেন সচিনের কোচ! যশস্বীর সাফল্যের কাহিনি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন