Jasprit Bumrah Posts Cryptic Status After Reaching ICC Test Rankings Summit

নয়াদিল্লি: ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ফর্ম্যাটে তিনি শীর্ষে ছিলেনই, অনবদ্য পারফরম্যান্সের পর আইসিসি ব়্যাঙ্কিংয়ে (ICC Rankings) টেস্ট ক্রিকেটেরও এক নম্বর বোলার হয়ে গেলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। সতীর্থ আর অশ্বিনকে সরিয়ে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে ইতিহাস গড়লেন তিনি। প্রথম ভারতীয় ফাস্ট বোলার হিসাবে তিনি টেস্ট ক্রিকেটের এক নম্বর বোলার হলেন। এই দুরন্ত কীর্তির পর বোর্ড সচিব জয় শাহ থেকে ভারতীয় ক্রিকেটপ্রেমী, সকলেই বুমরাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। তবে প্রশংসায় ভুলতে নারাজ তিনি। 

বিস্ফোরক বুমরা

বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নয় উইকেট নেন বুমরা। প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিন উইকেট আসে তাঁর ঝুলিতে। এই অনবদ্য পারফরম্যান্সই প্রথমবার তাঁকে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে দিয়েছে। তিনি সকলের প্রশংসা গা ভাসিয়ে না দিয়ে বরং অতীতের স্মৃতিচারণ করে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে তাঁর দুর্দিনে কেউই তাঁর পাশে ছিল না। নিজের সোশ্যাল মিডিয়ায় ৩০ বছর বয়সি ফাস্ট বোলার এক স্ট্যাটাস দেন যেখানে দেখা যাচ্ছে প্রয়োজনে কেউই তেমন পাশে না থাকলেও, সাফল্যের পর বাহবা দিতে সকলে ছুটে আসেন।

 

বুমরার সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস

 

শেয়ার করে পোস্টে এক ব্যক্তিকে কার্যত ফাঁকা স্টেডিয়ামে বসে থাকতে দেখা যাচ্ছে যার ক্যাপশন ‘সমর্থন’ এবং ঠিক তার সঙ্গে জুড়েই নীচে আরেক ছবিতে গ্যালারি ভর্তি দর্শক দেখা যাচ্ছে, যার ক্যাপশনে লেখা ‘বাহবা’। অর্থাৎ দুর্দিনে যে কেউই তেমন পাশে থাকে না, এই পোস্ট দিয়ে সেটাই বোঝাতে চেয়েছেন বুমরা। 

চিন্তা বাড়ালেন কোহলি

প্রথম দু’টো টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন আগেই। এবার শোনা যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগামী দুটো ম্য়াচেও হয়ত খেলবেন না বিরাট কোহলি। ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম দুটো টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন কোহলি। আন্দাজ করা গিয়েছিল যে স্ত্রী অনুষ্কা সন্তানসম্ভবা হওয়ায় হয়ত ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি। পরে সেই সম্ভাবনা উসকে দিয়েছিলেন এবি ডিভিলিয়ার্সও।

এবার শোনা যাচ্ছে যে পরের দু’টো টেস্টেও পাওয়া যাবে না প্রাক্তন ভারত অধিনায়ককে। ধর্মশালায় শেষ টেস্টেও কোহলিকে পাওয়ার সম্ভাবনা কম বলেই জানা গিয়েছে। এর আগে ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন, ‘নির্বাচকেরা বলতে পারবেন বিরাটকে পরের ম্যাচে পাওয়া যাবে কি না। ওর সঙ্গে কথা বলা হবে। ২-১ দিনের মধ্যে দল নির্বাচন করা হবে।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: ”প্রথমেই আটকে দিতে হবে বিরাট, রোহিতকে..”, রাজকোট টেস্টের আগে কী বলছেন তারকা ইংরেজ ব্য়াটার?