Kurseong IT Park: সেক্টর ফাইভ অতীত, এবার কার্শিয়াংয়ে হবে আইটি হাব, পাহাড়ে বিরাট উদ্য়োগ

পশ্চিমবঙ্গে আইটি পার্ক হাব মানেই সবার আগে মনে আসে কলকাতার সেক্টর ফাইভের কথা। কিন্তু শুধু কলকাতাকেন্দ্রিক ব্যাপার নয়। এবার দার্জিলিংয়ের কার্শিয়াংয়ে হবে আইটি পার্ক। ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি অ্য়ান্ড ইলেকট্রনিক্স এই আইটি পার্ক তৈরি করবে। সব মিলিয়ে এর জন্য খরচ হতে পারে ৪৮ কোটি টাকা। মূলত উত্তরবঙ্গের আইটি সেক্টরকে আরও উন্নত করার লক্ষ্যে এই আইটি পার্ক তৈরি করা হবে বলে খবর। আগামী ২ বছরের মধ্য়ে এই আইটি পার্ক তৈরির কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই জিটিএর চিফ এক্সিকিউটিভ অনীত থাপা এই আইটি পার্কের শিলান্য়াস করেছেন। এই আইটি পার্কের মাধ্য়মে পাহাড়ের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। 

কার্শিয়াং পলিটেকনিক কলেজের কাছেই  তৈরি হবে এই আইটি পার্ক। প্রায় ১.৫ লাখ  বর্গ ফুট এলাকা জুড়ে তৈরি হবে এই আইটি পার্ক। এই আইটি পার্কের মধ্য়ে ব্যাডমিন্টন কোর্ট ও থিয়েটারও থাকবে। ওয়েস্টবেঙ্গল ইন্ডেক্স সূত্রে খবর। 
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে,  জিটিএর প্রিন্সিপাল সেক্রেটারি সৌম্য পুরকায়েক জানিয়েছেন, উত্তরবঙ্গের উদ্যোগপতিদের কাছে এটা একটা বড়  সুযোগ। প্রতিবেশী দেশ যেগুলি রয়েছে তাদের কাছেও একটা বড় সুযোগ। নেপাল বাংলাদেশ, ভুটানের কাছেও এটা একটা বড় সুযোগ। 

অনীত থাপা জানিয়েছেন, ১০০ বেডের কার্শিয়াং হাসপাতালকে উন্নতি করা হবে।  কার্শিয়াং ট্যুরিস্ট লজের কাছে এটা নিয়ে যাওয়া হবে। সমস্ত আধুনিক সুবিধা খাকবে ২০০ বেডের হাসপাতালে।শহরের মাঝে যে হাসপাতাল রয়েছে সেখানে বহুমুখী পার্কিং সেন্টার গড়ে তোলা হবে।

সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, জিটিএ ও রাজ্য সরকার চেষ্টা করছে যাতে ১০০  কোটি টাকা ব্যয়ে পরিশ্রুত পানীয় জলের প্রকল্প গড়ে তোলা যায়। ইতিমধ্যেই দুটি রিজার্ভার অনুমোদন করা হয়েছে। একটা রিজার্ভার হবে ডাউনহিল এলাকায়। আর অপর রিজার্ভারটি হবে সিপাহিধুরা এলাকায়। 

এদিকে আইটি পার্ক কিংবা আইটি হাব মানে একটা সময় ছিল পুরোটাই দক্ষিণবঙ্গ কেন্দ্রিক। আর দার্জিলিং পাহাড় মানেই শুধু কয়েকদিনের বেড়াতে যাওয়ার জায়গা। তবে এবার সেই ধারনা বদলানোর কাজ শুরু হয়েছে। এবার সুন্দরী কার্শিয়াংয়ে হবে আইটি হাব। প্রায় দেড় লক্ষ বর্গ ফুট এলাকা জুড়ে হবে কাজ। নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছেন পাহাড়ের বাসিন্দারা। সামনেই লোকসভা ভোট। তার আগে বিরাট উদ্যোগের কথা ঘোষণা করে দিল রাজ্য সরকার ও জিটিএ।