New Jalpaiguri: চলন্ত বন্দে ভারতে উঠতে গিয়ে মর্মান্তিক পরিণতি, প্ল্যাটফর্মে পড়ে মৃত্যু যুবকের

চলন্ত বন্দে ভারত এক্সেপ্রেসে উঠতে গিয়ে NJP স্টেশনে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির। নিহতের নাম উজ্জ্বল ভৌমিক। তিনি বাগডোগরার বাসিন্দা বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দুুপুরে এই ঘটনায় স্টেশনে সাময়িক আতঙ্ক ছড়ায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে রেল পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বাগডোগরার ক্ষুদিরামপল্লির বাসিন্দা উজ্জ্বল ভৌমিক। একটি বেসরকারি সংস্থায় কর্মরত তিনি। বৃহস্পতিবার বন্দে ভারত এক্সপ্রেসে করে কলকাতায় আসার কথা ছিল তাঁর। সেই মতো দুপুরে বাড়ি থেকে বেরোন তিনি। কিন্তু স্টেশনে পৌঁছতে তাঁর কিছুটা দেরি হয়ে যায়। অন্যান্য দিনের মতো এদিনও নিউ জলপাইগুড়ি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে বন্দে ভারত এক্সপ্রেস। তবে নির্ধারিত সময়ের থেকে ৮ মিনিট পরে ৩টে ০৮ মিনিটে স্টেশন থেকে রওনা হয় ট্রেনটি। উজ্জ্বলবাবু প্ল্যাটফর্মে পৌঁছে দেখেন ততক্ষণে চলতে শুরু করেছে ট্রেন। ছুটে গিয়ে ট্রেনে উঠছে যান তিনি। কিন্তু ট্রেন ছাড়ার আগে বন্দে ভারত এক্সপ্রেসের সমস্ত দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। বন্ধ দরজায় ধাক্কা খেয়ে প্লাটফর্মে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় RPF. আহত উজ্জ্বলবাবুকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন তাঁরা। কিন্তু ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। এর পর খবর দেওয়া হয় পরিবারকে। পরিবারের সদস্যরা স্টেশনে এসে উজ্জ্বলবাবুর মৃত্যুর খবর জানতে পারেন। এর পর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। ঘটনার জেরে NJP স্টেশনে যাত্রীদের মধ্যে সাময়িক চাঞ্চল্য ছড়ায়। মা, স্ত্রী ও ৬ মাসের সন্তানকে রেখে গিয়েছেন উজ্জ্বলবাবু।