Night market in Kolkata: কলকাতায় নাইট মার্কেট চালু করা হোক, প্রস্তাবে সায় দিল টাউন ভেন্ডিং কমিটি

কলকাতায় হকার সমস্যা দীর্ঘদিনের। বিশেষ করে নিউমার্কেট এলাকায় দীর্ঘদিন ধরেই হকার নিয়ে সমস্যা চলছে। এই অবস্থায় নিউ মার্কেটে রাতের বেলায় নাইট মার্কেট চালু করার প্রস্তাব দিয়েছিল হকার সংগ্রাম কমিটি। সেই প্রস্তাব অবশেষে গৃহীত হয়েছে। কলকাতা পুরসভার টাউন ভেন্ডিং কমিটির বৈঠকে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। এবিষয়ে কলকাতা পুরসভায় আলোচনা হবে।সেক্ষেত্রে প্রস্তাবটি বাস্তবায়িত করার জন্য নবান্নের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। নবান্ন অনুমোদন দিলেই সেক্ষেত্রে কার্যকর হয়ে যাবে নাইট মার্কেট।

আরও পড়ুন: হকারদের পুনর্বাসন দিতে নিউ মার্কেটের রাস্তায় ফুটপাথ চওড়া করার সিদ্ধান্ত

প্রসঙ্গত, নিউমার্কেটে হকার সমস্যা বেড়েই চলেছে। এমনকী হকারদের কারণে সমস্যায় পড়ছেন স্থায়ী দোকানদাররা। তারা কার্যত কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে বেজায় ক্ষুব্ধ। কলকাতা হাইকোর্টও কলকাতা পুরসভার ১০০ মিটারের মধ্যে থাকা হকারদের সরাতে বলেছে। এই অবস্থায় নিউমার্কেটে জটিলতা কাটাতেই নাইট মার্কেট করার প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবে বলা হয়, নিউমার্কেটের আশেপাশের রাস্তায় সন্ধ্যা ৫ টার পর গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হোক। এরপর সেখানে নাইট মার্কেট চালু করা হোক। এর ফলে হকাররা যেমন উপকৃত হবেন তেমনি সেই জায়গাটিও আকর্ষণীয় হয়ে উঠবে। বিদেশে এই ধরনের ব্যবস্থা চালু আছে। ২০১৪ সালে হকার আইন কার্যকর হওয়ার পর দেশের অন্যান্য শহরে নাইট মার্কেট চালু হলেও কলকাতা এখনও পর্যন্ত কোনও নাইট মার্কেট নেই। তাছাড়া, আদালতের নির্দেশ মেনে এত সংখ্যক হকারকে পুনর্বাসন দেওয়া খুবই সমস্যা। সেই কারণে এই প্রস্তাবকে বিকল্প রাস্তা হিসেবে মনে করছেন আধিকারিকরা।

প্রস্তাব দেওয়া হচ্ছে, সন্ধ্যা থেকে ভোর চারটে অবধি নাইট মার্কেট চলবে। এটি শহরের বাসিন্দা এবং পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। কারণ রাতে প্রচুর সংখ্যক মানুষ যাতায়াত করেন। কিন্তু বাজার বন্ধ থাকায় তারা সমস্যায় পড়েন। হকার সংগ্রাম কমিটির তরফে জানানো হয়, অনেকদিন ধরেই তারা নাইট মার্কেটের চিন্তাভাবনা করছিলেন। সেই প্রস্তাব অবশেষে দেওয়া হয়েছে। টাউন ভেন্ডিং কমিটির অধিকাংশ সদস্য এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন। তবে এই প্রস্তাব বাস্তবায়িত করতে গেলে একাধিক প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। 

প্রস্তাবে আরও বলা হয়েছ, রাতের বেলায় নিউ মার্কেটে এলাকায় যান চলাচল বন্ধ রাখতে হবে। সেক্ষেত্রে বিকল্প রাস্তায় যান চালাতে হবে। তাতে ট্রাফিকের সমস্যা হবে না বলেই তাদের দাবি। এ বিষয়ে পুরসভার উদ্যান ও পার্কিং বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার জানান, নিউ মার্কেটে নাইট মার্কেট করার প্রস্তাব এসেছে। এ বিষয়ে আলোচনা করা হবে।