Pakistan Election Live Updates in Bengali: ‘রিগিং শুরু হল’, পাকিস্তান জুড়ে ব্যাহত মোবাইল পরিষেবা

Pakistan Election Live Update: চরম রাজনৈতিক অস্থিরতা, জঙ্গি হামলা, অর্থনৈতিক সংকটের আবহে আজ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে পাকিস্তানে। ভোটের আগে বুধবারও রক্তে ভেসেছে পাকিস্তান। দু’টি পৃথক বিস্ফোরণে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। এই আবহে আজ বির্বাচন হবে সেই দেশে। গতকালকের দু’টি বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। এই আবহে আজকে পাকিস্তানের নির্বাচনে ভোটারদের সংখ্যা কম থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে এই নির্বাচনে নওয়াজ শরিফ প্রথম থেকে কিছুটা এগিয়ে বলেও মত সেই দেশের মিডিয়ার। কারণ এই নির্বাচনে নেই ইমরান খান। নওয়াজ শরিফের প্রতিদ্বন্দ্বী শুধুমাত্র বিলাওয়াল ভুট্টো জরদারি। এই আবহে নির্বাচনের আগেই যেন ইসলামাবাদ দখলের লড়াইতে অনেকটা এগিয়ে নওয়াজের পিএমএল-এন। এই আবহে পাকিস্তানের নির্বাচনের যাবতীয় লাইভ আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।

08 Feb 2024, 10:11:03 AM IST

ব্যাহত মোবাইল পরিষেবা, উঠছে রিগিংয়ের অভিযোগ

প্রাক্তন পিপিপি সেনেটর মুস্তফা নওয়াজ খোকর অভিযোগ করেছেন, পাকিস্তানের নির্বাচনে রিগিং শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা জং-এর পরিষেবা ব্যাহত হয়েছে। এই আবহে রিগিংয়ের অভিযোগ উঠতে শুরু করেছে। 

08 Feb 2024, 09:24:03 AM IST

ভোট দিয়েছেন ইমরান

পাকিস্তানের নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে ইমরানের স্ত্রী বুশরা বিবি ভোট দিতে পারেননি। কারণ তাঁকে পোস্টাল ব্যালট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে গ্রেফতার করা হয়েছিল। 

08 Feb 2024, 08:47:26 AM IST

শুরু ভোটগ্রহণ পর্ব

কিছুক্ষণ আগে শুরু হয়ে গেল পাকিস্তানের নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। ৩৩৬ আসন বিশিষ্ট ন্যাশনাল এসেম্বলির বা সংসদের মধ্যে আজ ২৬৬ আসনে ভোটগ্রহণ হচ্ছে। পাকিস্তানের বাকি ৭০টি সংসদ আসন মহিলা এবং অ-মুসিলমদের জন্য সংরক্ষিত।

08 Feb 2024, 07:58:48 AM IST

শান্তি রক্ষা করতে তৎপর পাক প্রশাসন

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হক কাকর বলেছেন, ‘ভোটের দিন দেশের শান্তি বিঘ্নিত করতে এবং নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করতে কোনও রকমের চেষ্টা করা হলে তা কড়া হাতে প্রতিহত করা হবে।’

08 Feb 2024, 07:58:13 AM IST

পাকিস্তানের আগামী প্রধানমন্ত্রী কে?

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়ে দিলেন, পিএমএল-এন যদি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তাহলে নওয়াজ শরিফই হবেন প্রধানমন্ত্রী। তবে যদি ত্রিশঙ্কু ফলাফল হয়, সেই ক্ষেত্রে যাদের সঙ্গে জোট গঠন করা হবে, তাদের সঙ্গে আলোচনা করে নেতা বেছে নেওয়া হবে।

08 Feb 2024, 07:57:48 AM IST

ভোটের দিনও কি অশান্তি হবে পাকিস্তানে?

ভোটের দিন অশান্তি ঠেকাতে আফগানিস্তান এবং ইনের সঙ্গে নিজেদের সীমান্ত সিল করে দিয়েছে পাকিস্তান। আগামিকাল, ৯ ফেব্রুয়ারি ফের স্বাভাবিক ভাবে খুলে দেওয়া হবে সীমান্ত।

08 Feb 2024, 07:57:28 AM IST

এগিয়ে কে?

ব্রিটেন থেকে দেশে ফিরে ফের নির্বাচনে চড়ছেন নওয়াজ শরিফ। তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ নওয়াজই এবারের নির্বাচনে এগিয়ে থাকবে বলে জানা যাচ্ছে সেদেশের মিডিয়া রিপোর্ট থেকে। বিলাওয়া ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি এবং ইমরান খানের পিটিআই এই নির্বাচনে অনেকটাই পিছিয়ে থাকবে বলে মত সেই দেশের রাজনৈতিক বিশ্লেষকদের।

08 Feb 2024, 07:57:28 AM IST

বুধে রক্তপাত পাকিস্তানে

ভোটের আগে বুধবার রক্তে ভেসেছে পাকিস্তান। দু’টি পৃথক বিস্ফোরণে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। এই আবহে আজ বির্বাচন হবে সেই দেশে। গতকালকের দু’টি বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।

08 Feb 2024, 07:57:28 AM IST

১২.৮৫ ভোটার পাকিস্তানে

পাকিস্তানের ১২.৮৫ রেজিস্টার্ড ভোটার আজকের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। পাকিস্তানের সময় ৮টা, অর্থাৎ ভারতীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে শুরু হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। নির্বাচন চলবে স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত।