Ranji Trophy Bengal vs Kerala preview Abhimanyu Easwaran Shahbaz Ahmed Akash Deep to play against Sanju Samson led team

সন্দীপ সরকার, কলকাতা: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) কেরলের বিরুদ্ধে ম্যাচে নামার আগে পয়েন্ট টেবিলের দিকে নিশ্চয়ই তাকাতে চাইবেন না বাংলা শিবিরের কেউই।

এলিট গ্রুপ বি-র পয়েন্ট টেবিলে চার নম্বরে রয়েছে বাংলা (Bengal Cricket Team)। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে। ৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে কার্যত পৌঁছেই গিয়েছে মুম্বই (Mumbai Cricket Team)। সমসংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে অনেকটা এগিয়ে দুইয়ে রয়েছে অন্ধ্র প্রদেশ। সমান পয়েন্ট (১২) হলেও কোশেন্টে এগিয়ে থাকায় তিনে উত্তর প্রদেশ। শেষ আটে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে শেষ দুই ম্যাচে জিততেই হবে বাংলাকে। এমনকী, বোনাস পয়েন্ট সহ জিতলেও বাংলার কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত নয়। তাকিয়ে থাকতে হবে অন্যান্য ম্যাচের ফলাফলের দিকে।

আর এই পরস্থিতিতে শুক্রবার থেকে শুরু হতে চলা ম্যাচে একাদশে একাধিক বদল করতে চলেছে বাংলা। এমনিতে কেরলের বিরুদ্ধে তিরুঅনন্তপুরমের এই ম্যাচের আগে বাংলা শিবিরে যোগ দিয়েছেন অভিমন্যু ঈশ্বরণ, আকাশ দীপ ও শাহবাজ আমেদ। তিনজনই কেরলের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে অটোমেটিক চয়েস। বদলে ফেলা হচ্ছে ওপেনিং জুটিও। সৌরভ পাল ও শ্রেয়াংশ ঘোষকে নিয়ে মরশুমের শুরুতে উচ্ছ্বাস দেখিয়েছিল বাংলা শিবির। বলা হয়েছিল, দীর্ঘদিনের ওপেনিং সমস্যার সমাধান হয়ে গিয়েছে। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লও দুই ওপেনারকে নিয়ে ভীষণ ইতিবাচক ছিলেন। কিন্তু রঞ্জি মরশুমের ষষ্ঠ ম্যাচে নামার আগে পরিস্থিতি এমনই যে, শ্রেয়াংশ ঘোষ বাদ পড়ে গিয়েছেন দল থেকেই। আর সৌরভ পালের দক্ষতায় আস্থা রাখতে পারছে না টিম ম্যানেজমেন্ট। কেরলের বিরুদ্ধে রঞ্জি অভিষেক হচ্ছে রণজ্যোৎ সিংহ খইরার। অভিমন্যুর সঙ্গে তিনিই বাংলার ইনিংস ওপেন করবেন।

বাংলা শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, তিরুঅনন্তপুরমের পিচ বেশ শুকনো। বেশ গরমও রয়েছে। উইকেটে পরের দিকে বল ঘুরতে পারে। যে কারণে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে নামছে বাংলা। ভারতীয় এ দল থেকে ফেরা আকাশ দীপের সঙ্গে দ্বিতীয় পেসার হিসাবে খেলবেন সূরয সিন্ধু জয়সওয়াল। একাদশ থেকে বাদ পড়বেন মহম্মদ কাইফ ও ঈশান পোড়েল। তিন স্পিনারের মধ্যে শাহবাজ আমেদ ও কর্ণ লালের খেলা নিশ্চিত। তৃতীয় স্পিনার হিসাবে হয়তো খেলানো হবে প্রদীপ্ত প্রামাণিককে। বাঁহাতি স্পিনার হিসাবে অঙ্কিত মিশ্রকে খেলানো হয়েছিল আগের দুই ম্যাচে। কিন্তু তাঁর পারফরম্যান্সে খুব একটা খুশি নয় বাংলা শিবির। তাই টুর্নামেন্টের শুরুর দিকে একাদশে থাকা বাঁহাতি স্পিনার প্রদীপ্তর সামনে দরজা খুলে যেতে পারে।

পাঁচ ম্যাচের মধ্যে চারটি ড্র করেছে কেরল। একটিতে পরাজয়। দলে রয়েছে সঞ্জু স্যামসন, বাসিল থাম্পির মতো নাম। অধিনায়ক সঞ্জুই। বাংলা শিবির খুব বেশি আগ্রাসী মনোভাব নিয়ে মাঠে নামতে চাইছে না। তিরুঅনন্তপুরম থেকে মোবাইল ফোনে বাংলার কোচ সৌরাশিস লাহিড়ী বললেন, ‘আমাদের বাকি দুই ম্যাচে জিততেই হবে। তবে সেশন ধরে ধরে এগোতে চাই। আগে থেকে জিততেই হবে বা ৬ কিংবা ৭ পয়েন্ট দরকার, এসব নিয়ে আলোচনা করছি না। ইতিবাচক ক্রিকেট খেলব।’ যোগ করলেন, ‘টস গুরুত্বপূর্ণ হবে। শুরুতে ব্যাটিং করে বোর্ডে বড় স্কোর তুলতে পারলে ভাল হয়। পরের দিকে বল ঘুরতে পারে।’

আরও পড়ুন: মৃত্যুর পরেও ভারতীয় ক্রিকেটকে উপহার দিয়ে চলেছেন সচিনের কোচ! যশস্বীর সাফল্যের কাহিনি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন