White Vs Black paper: বিজেপির শ্বেতপত্রর জবাবে কৃষ্ণপত্র প্রকাশ কংগ্রেসের, ‘কালা টিকা’ বলে খোঁচা মোদীর

শেষ ১০ বছরে নরেন্দ্র মোদীর সরকার কী কী ভুল করেছে তা তুলে ধরে লক্ষ্মীবারে কংগ্রেস প্রকাশ করেছে কৃষ্ণপত্র। শেষ ১০ বছরে দেশে রাজনৈতিক অন্যায়, আর্থিক ও সামাজিক দুর্বলতা, মোদী সরকারের ব্যর্থতাকে তুলে ধরে কংগ্রেস এই কৃষ্ণপত্র প্রকাশ করেছে। কংগ্রেসের এই কৃষ্ণপত্রের আগে বিজেপি তার শ্বেতপত্র সামনে আনে। এদিকে, কংগ্রেসের এই কৃষ্ণপত্রকে ‘কালা টিকা’ বলে খোঁচা দিয়েছেন মোদী। 

এদিকে, সদ্য ইউপিএ আমলকে দুষে বিজেপি প্রকাশ করেছে শ্বেতপত্র। মোদী সরকারের দাবি, মনমোহন সরকার ১০ বছরের শাসনের পর দেশের অর্থনীতিকে খারাপ অবস্থায় রেখে যায়। উল্লেখ্য, বিজেপির নেতৃত্বাধীন মোদী সরকারের তরফে এই শ্বেতপত্র পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিকে, সংসদে মোদী বক্তব্য রাখতে উঠে বেশিরভাগ সময়ই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রশংসা করেন। এদিকে, জাতীয় রাজনীতিতে ততক্ষণে সাড়া ফেলে কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে কৃষ্ণপত্র প্রকাশ করে মোদী সরকারের দিকে ক্ষোভ উগরে দিয়েছেন। মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘আজ আমরা সরকারের বিরুদ্ধে একটি কৃষ্পত্র আনছি। যখনই মোদী তাঁর মতামত পেশ করেন সংসদে তিনি লুকিয়ে ফেলেন তাঁর ব্যর্থতাকে। আমরা একইসঙ্গে যখন সরকারের ব্যর্থতাগুলো নিয়ে বলি, তখন আমাদের কথায় আমল দেওয়া হয়না। তাই আমরা জনতার সামনে আমাদের কৃষ্ণপত্র আনতে চেয়েছি যাতে সরকারের দুর্বলতা তুলে ধরা যায়।’

(Vastu Tips: বাড়িতে ডাইনিং টেবিলের কাছে আয়না রাখা কেন শুভ জানেন? বাস্তুশাস্ত্র মতে রইল কিছু টিপস)

‘১০ সাল অন্যায় কে কাল’, এই নাম দিয়ে কংগ্রেস প্রকাশ করেছে তার কৃষ্ণপত্র। এদিন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কৃষ্ণপত্র প্রকাশ করেন মল্লিকার্জুন খাড়গে। তিনি মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়ে, বলেন, ‘ দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, বেকারত্ব বাড়িয়েছে, দেশের কৃষি খাতকে ধ্বংস করেছে, নারীর বিরুদ্ধে অপরাধ প্ররোচিত করেছে এবং দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে মারাত্মক অবিচার করেছে।’ 

এদিকে, কংগ্রেসের কৃষ্ণপত্র নিয়ে খোঁচার সুরে মোদী বলেন,’আমরা রাজ্যসভায় আজকে ফ্যাশন প্যারেড দেখেছি। যেখানে কয়েকজন কালো পোশাক পরে এসেছেন।’ উল্লেখ্য, সংসদে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কিছু সাংসদ কালো পোশাক পরেন। এরইসঙ্গে মোদী কংগ্রেসের কৃষ্ণপত্র নিয়ে খোঁচার সুরে বলেন, ‘যখন দেশ গত ১০ বছরে নতুন উচ্চতাকে ছুঁয়ে ফেলছে, তখন আমরা এটাকে কালো টিকা হিসাবে নিচ্ছি যাতে খারাপ নজর না পড়ে। ’