Open Letter to Rahul Gandhi: আপনার ভক্তরাই তো…, রাহুলকে খোলা চিঠি প্রণব কন্যার, কী আছে তাতে?

এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে খোলা চিঠি দিলেন প্রণব মুখোপাধ্য়ায়ের কন্য়া শর্মিষ্ঠা মুখোপাধ্য়ায়। সেখানে ছত্রে ছত্রে তিনি তোপ দেগেছেন। দলের অন্দরে মতামত প্রকাশের স্বাধীনতা কতটা রয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

Pranab My Father, A daughter remembers, নামে একটি বই লিখেছেন শর্মিষ্ঠা। আর তারপর থেকে কংগ্রেস সমর্থকদের কাছ থেকে যে ব্যবহার তিনি পেয়েছেন তাতে ক্ষুব্ধ তিনি। দলের অন্দরে মতামত প্রকাশের স্বাধীনতা কতটা রয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সোস্য়াল মিডিয়ায় তাঁকে নিয়ে যে ট্রোলিং করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

তিনি লিখেছেন, আপনার প্রিয় স্লোগান হল, নফরত কে বাজার মে মহব্বত কি দুকান, কিন্তু এটা তো দেখা যাচ্ছে আপনার অনুগামীরাই দলে দলে ঘৃণা ছড়াচ্ছেন। সেই সঙ্গেই ফের রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। গান্ধী-নেহেরু পরিবারে বাইরে বেরিয়ে কাউকে নেতা হিসাবে বেছে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

 

কংগ্রেসের অন্দরে দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। যেখানে কংগ্রেসের অন্দরেও গান্ধী অথবা নেহেরু-গান্ধী পরিবারের সমালোচনা করা যায় না। করলে মারাত্মকভাবে অপমান করা হয়। এমনকী এক কংগ্রেস সমর্থক তাঁকে ও তাঁর প্রয়াত বাবাকে অত্যন্ত অপমানজনক শব্দে অপমান করেছেন।

এমনকী তাঁর চরিত্রহনন করা হচ্ছে, তাঁকে যৌন হেনস্থা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ তুলেছেন। তিনি একজন নাগরিক হিসাবে, একজন নারী হিসাবে ন্যায় বিচার চাইছেন। তিনি এনিয়ে জয়রাম রমেশের মতো কংগ্রেস নেতার কাছে বিচার চেয়েছিলেন। কিন্তু কিছু হয়নি।

শর্মিষ্ঠার দাবি, আপনি তো ন্যায়ের কথা বলেন। কিন্তু সেটা তো ফাঁকা আওয়াজ। আমাকে অপমান করা হচ্ছে। কিন্তু আমি ন্যায় বিচার পাচ্ছি না।

নতুন কংগ্রেসী কালচারের কথা উল্লেখ করেন শর্মিষ্ঠা। তিনি বলেন, আপনি তো বলেন সহনশীলতা, কংগ্রেসের উচ্চ মতাদর্শের কথা। কিন্তু সেটা তো আমার উপর হল না। জয়পুর লিটারারি ফেস্টএ আমি কিছুদিন আগে আপনার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলাম। বার বার পরাজিত হয়েছে দল আপনার নেতৃত্বে। কিন্তু এবার গান্ধী নেহেরু পরিবারের বাইরে বের হওয়ার সময় এসেছে। আপনি বিশ্বাস করুন না করুন আমি কংগ্রেসে কট্টর সমর্থক।

আমি বিশ্বাস করি যে আমি আমার মতামত প্রকাশ করতেই পারি।….এরপরই সোশ্য়াল মিডিয়ায় কীভাবে প্রণব মুখোপাধ্যায় ও তাঁর( শর্মিষ্ঠা মুখোপাধ্য়ায়) সম্পর্কে অকথ্য় কথা লেখা হচ্ছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রণব কন্যা।