Prithvi Shaw set for road to redemption with fiery century in Mumbai’s Ranji Trophy match, reaches ton before Lunch

মুম্বই: চােটের জন্য দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে ছিলেন। এবার মাঠে ফিরেই নজির গড়লেন পৃথ্বী শ (Prithvi Shaw)। রঞ্জি ট্রফিতে ছত্তিশগড়ের বিরুদ্ধে দুরন্ত ১৫৯ রানের ইনিংস খেললেন এই ডানহাতি ওপেনার। ১৮৫ বলের ইনিংসে ১৮টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান ২৪ বছরের এই ব্যাটার। মূলত তাঁর ব্যাটিংয়ের সুবাদেই তিনশোর গণ্ডি পেরিয়ে প্রথম দিনের শেষে বেশ ভাল জায়গায় রয়েছে মুম্বই শিবির। তবে এই শতরানের ইনিংস খেলার সঙ্গে সঙ্গে একটি মাইলস্টোনও গড়ে ফেলেছেন পৃথ্বী। এদিন মধ্যাহ্নভোজের বিরতির আগেই শতরানের গণ্ডি পেরিয়ে যান তিনি। পৃথ্বীই একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি ২ বার প্রথম শ্রেণির ক্রিকেটের প্রথম দিনের খেলায় মধ্যাহ্নভোজের বিরতির আগেই শতরান হাঁকালেন।

এর আগের মরশুমে, অর্থাৎ ২০২২-২৩ রঞ্জি ট্রফিতে আসামের বিরুদ্ধে প্রথম দিনের খেলায় মধ্যাহ্নভোজের বিরতির আগেই শতরান হাঁকিয়েছিলেন পৃথ্বী। সেই ম্যাচে ম্যারাথন ৩৭৯ রানের ইনিংস খেলেছিলেন পৃথ্বী। যা এখনও পর্যন্ত স্বাধীনতার পর কোনও ভারতীয় ব্যাটারের হাঁকানো সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। উল্লেখ্য, প্রায় তিন বছর ধরে জাতীয় দলের বাইরে পৃথ্বী। শেষবার ২০২১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে ফর্ম্য়াটে খেলতে নেমেছিলেন। এছাড়া টেস্ট ক্রিকেটে শেষবার পৃথ্বীকে দেখা গিয়েছিল ২০২০ সালের অ্যাডিলেড টেস্টে। সেই টেস্টেই ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল বিরাট বাহিনী।

 

আরও দেখুন