Selectors Awaiting KL Rahul, Ravindra Jadeja Update And Yet To Take Call On Jasprit Bumrah Reason Behind Squad Announcement Delay Vs ENG

মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ের প্রথম দুই ম্যাচের একটিতে হেরেছে ভারতীয় দল (Indian Cricket Team), অপর ম্যাচে পেয়েছে জয়। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তৃতীয় টেস্ট। প্রথম দুই টেস্টের জন্য আগেই দল ঘোষণা করা হলেও, শেষ তিন টেস্টের জন্য এখনও ভারতীয় দলের ঘোষণা করেননি জাতীয় নির্বাচকরা। ঠিক কী কারণে দল নির্বাচনে এতটা বিলম্ব হচ্ছে?

আজ, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি অজিত আগরকরের নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচক কমিটির ভার্চুয়াল বৈঠকে বসে দল ঘোষণা করার কথা ছিল। সেই আলোচনাসভা আদৌ হয়েছে কি না, সেই নিয়ে স্পষ্টভাবে কিছু জানা না গেলেও, রিপোর্ট অনুযায়ী আজকের বদলে কাল এই বৈঠকটি আয়োজিত হবে। বৈঠকে দলের অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়েরও উপস্থিত থাকার কথা রয়েছে বলে খবর। অনেকেই মনে করছিলেন বিরাট কোহলির কথা মাথায় রেখেই নির্বাচনে এই দেরি।

এক বিসিসিআই আধিকারিকের দাবি অনুযায়ী কোহলি বাকি টেস্টগুলিতে খেলবেন কি না, সেই নিয়ে এখনও বোর্ডের সঙ্গে কোনওরকম কথা বলেননি। তবে প্রাক্তন ভারতীয় অধিনায়ককে যে বাকি সিরিজ়েও খেলতে দেখা যাবে না, তা একপ্রকার প্রায় নিশ্চিত। শোনা যাচ্ছে দল নির্বাচনে এই দেরিটা আসলে কোহলির জন্য নয়, বরং যশপ্রীত বুমরা (Jasprit Bumrah), কেএল রাহুল, রবীন্দ্র জাডেজার কথা মাথায় রেখে করা হচ্ছে।

চোটের কারণে রাহুল এবং রবীন্দ্র জাডেজা দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। দুই তারকাই পেশির চোটের কারণে বিশাখাপত্তনমে খেলতে পারেননি। উভয় তারকাই সম্পূর্ণ ফিট হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন বলে খবর। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজেদের রিহ্যাবও সেরে ফেলেছেন তাঁরা। তবে ফাইনাল রিপোর্ট আসা এখনও বাকি। অপরদিকে, প্রাথমিকভাবে বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রাজকোটে তৃতীয় টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করা হলেও, সেই নিয়ে বর্তমানে নির্বাচকদের মনে প্রশ্নচিহ্ন রয়েছে।

বুমরার বিকল্প খুঁজে পাওয়া কার্যত অসম্ভব। তাই তাঁকে তৃতীয় টেস্টে খেলানো হবে কি না, সেই ভাবনাচিন্তা চলছে। উপরন্তু, রাজকোট টেস্ট শুরু হতে এখনও প্রায় সপ্তাহখানেক বাকি থাকায় জাতীয় নির্বাচকরা তাড়াহুড়ো করতে নারাজ। অবশেষে কবে দল ঘোষণা করা হয় এখন সেটাই দেখার।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ‘বড় ভুল করে ফেলেছি’, কোহলির অনুপস্থিতি প্রসঙ্গে নিজের মন্তব্য থেকে পিছু হটলেন ডিভিলিয়ার্স