Signature of Finance Minister Forged: কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সই জাল করে লিখলেন চিঠি! কে সেই গুণধর?

খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সই জাল করা হয়েছে বলে অভিযোগ। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই সই জাল করেছে বলে অভিযোগ। এমনকী সই জাল করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠিও পাঠানো হয়েছিল। একেবারে ভুল প্রসঙ্গ উল্লেখ করে এই চিঠি লেখা হয়েছিল বলে অভিযোগ। এনিয়ে অভিযোগ জানানো হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে। 

মিনিস্টার অফ ফিনান্স অ্য়ান্ড কর্পোরেট অ্য়াফায়ার্সের অতিরিক্ত প্রাইভেট সেক্রেটারি বিএন ভাস্কর লিখেছেন,  একটা জাল লেটারহেডে মাননীয় অর্থমন্ত্রীর নাম করে এই চিঠি লেখা হয়েছে। একটা জাল সইও করা হয়েছে। এখানে ক্ষতিকারক বিষয়বস্তুকে তুলে ধরা হয়েছে। এর জেরে সরকারি প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে বড় অসুবিধা হতে পারত। এদিকে এভাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সই জাল করাকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন ওই ব্যক্তি এই ধরনের সই জাল করেছিল, কেন জাল লেটারহেড ব্যবহার করা হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠছে।

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে এক ব্যক্তি জাল পরিচয়পত্র নিয়ে প্রবেশ করার চেষ্টা করেছিল বলে অভিযোগ। প্রতারণার উদ্দেশ্য নিয়ে সে প্রবেশ করার চেষ্টা করেছিল বলে অভিযোগ। অভিযুক্তের নাম আদিত্য প্রতাপ সিং। তার আইকার্ডটা পুরো জাল বলে অভিযোগ। তার কাছ থেকে এটা মিলেছে। এমনকী একটা জাল লেটারহেডও মিলেছে তার কাছ থেকে। 

ওই ব্যক্তি নিজেকে আইএএস অফিসার পরিচয় দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু সে হাতেনাতে ধরা পড়ে যায়। তবে তার পেছনে কোনও জঙ্গি মনোভাব রয়েছে কি না সেটাও দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে তেমন কিছু মেলেনি। তবে এভাবে জাল আই কার্ড দেখিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে প্রবেশের চেষ্টা যথেষ্ট উদ্বেগের।

সেই সঙ্গেই এভাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সই জালের ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। কে বা  কারা এই চক্রান্তের পেছনে রয়েছে, কেন এটা করা হল, এর পেছনে বড় কোনও মাথা কাজ করছে কি না সেটা দেখা হচ্ছে।