Jaya Bachchan Speech: ‘আমি নিজেকে পাল্টাতে পারব না’, বউমার সঙ্গে সংঘাত-জল্পনার মাঝে সংসদে কী নিয়ে ক্ষমা চাইলেন জয়া?

সংসদে বক্তব্য রাখার সময় তাঁর রেগে যাওয়ার বহু মুহূর্ত এযাবৎকালে দেখা গিয়েছে। শুধু তাই নয়, দিল্লি থেকে ক্রোশ দূরে মুম্বইয়ের ঝলমলে ফিল্মের দুনিয়াতেও বহু সময় ফটোগ্রাফারদের ধমক দিতে দেখা গিয়েছে তাঁকে। কথা হচ্ছে জয়া বচ্চনকে নিয়ে। এদিকে, সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন সদ্য রাজ্যসভায় তাঁর সাংসদ হিসাবে বিদায়ী ভাষণ দিয়েছেন সদ্য। সেখানে তাঁর মেজাজ হারানো প্রসঙ্গে বক্তব্য রাখেন জয়া বচ্চন। বিদায়ী ভাষণে হাত জোড় করে ক্ষমা চান জয়া। ঠিক কী বলেছেন অমিতাভ ঘরনী?

বলিউড পাড়ায় ইদানিং কান পাতলে বচ্চন পরিবার নিয়ে নানান কানাঘুষো শোনা যায়! শোনা যায়, শাশুড়ি জয়া ও ননদ শ্বেতার সঙ্গে সেভাবে আগের মতো নাকি ভালো সম্পর্ক নেই বউমা ঐশ্বর্যর। জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বর্য বচ্চনের কি সংঘাত রয়েছে? এই লাখ টাকার প্রশ্ন আপাতত জল্পনায় ঘুরপাক খাচ্ছে নানা মহলে। এদিকে, এরই মধ্যে অভিনেত্রী তথা সাংসদ জয়া বচ্চন রাজ্যসভায় তাঁর বিদায়ী ভাষণে বলেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন বিভিন্ন সময়ে, যে আমি কেন রেগে যাই? এটা আমার স্বভাব। আমি নিজেকে পাল্টাতে পারব না। আমি যদি কিছু পছন্দ না করি বা কারোর সঙ্গে একমত না হই, তাহলেই আমি আমার মেজাজ হারাই।’ এরই সঙ্গে সংসদের ভাষণে জয়া বলেন, ‘আমি যদি আপনাদের কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে থাকি, বা ব্যক্তিগতভাবে কাউকে কিছু বলে থাকি, তাহলে, আমি ক্ষমা চাইছি।’

সদ্য সংসদে বাজেট অধিবেশন চলাকালীন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের প্রতি জয়া বচ্চনের মন্তব্য শিরোনাম কেড়েছে। সেবার রাজ্যসভায় প্রশ্ন উত্তর পর্ব চলাকালীন বিমানমন্ত্রক সংক্রান্ত একটি প্রশ্ন এড়িয়ে যাওয়া হয়। প্রতিবাদ জানান বিরোধীরা। কংগ্রেসের দীপেন্দর হুডা সহ বেশ কয়েকজন এর প্রতিবাদে নামেন। প্রতিবাদ করেন জয়া বচ্চন। তাঁদের শান্ত করতে চেষ্টা করেন চেয়ারম্যান জগদীপ ধনখড়। ক্ষোভে ফুঁসে জয়া বলেন, ‘আমরা স্কুল পড়ুয়া নই। কিন্তু আমাদের যেন সম্মান দেওয়া হয়।’ শুক্রবার জয়া সহ একাধিক সাংসদের মেয়াদ রাজ্যসভায় শেষ হয়। সেই প্রেক্ষাপচেই সাংসদ হিসাব বিদায়ী ভাষণ দিচ্ছিলেন জয়া।  

এদিকে কয়েক মাস ধরেই চর্চায় রয়েছে বচ্চন পরিবারের অন্দরমহলের পরিস্থিতি। জল্পনায় এসেছে অভিষেকের থেকে ঐশ্বর্যর দূরত্ব, কিম্বা জয়া, শ্বেতাদের থেকে অ্যাশের দূরে থাকা নিয়ে নানান কানাঘুষো। তবে কোনও পক্ষই এই নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেনি। সেই প্রেক্ষাপটে সংসদে দাঁড়িয়ে বিদায়ী ভাষণে জয়া বচ্চনের মন্তব্য বেশ প্রাসঙ্গিক বলে মনে করছেন অনেকেই।