Raiganj News: মেয়ে গিয়েছিল মাধ্যমিক পরীক্ষা দিতে, রায়গঞ্জে বন্ধ বাড়িতে উদ্ধার বাবার দেহ

বন্ধ বাড়ি থেকে উদ্ধার হল জোড়া মৃতদেহ। তাতেই ফের চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের সৎসঙ্গ জুনিয়র হাই স্কুল এলাকায়। মৃতদের নামতপন দে ও মিন্টু সরকার। ঘটনায় রতন সরকার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খুন করা হয়েছে ওই ব্যক্তিকে।

আরও পড়ুন: দুর্গাপুরে রাস্তার পাশে পাওয়া গেল ভুরি ভুরি পাস বই আর ATM কার্ড

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তপন দে (৫৫) নামে ওই ব্যক্তি পূর্ত দফতরের কর্মী। তিনি মেয়ে তানিয়ার সঙ্গে রায়গঞ্জে থাকতেন। তানিয়ার মাধ্যমিক পরীক্ষা চলছে। শনিবার ছিল শেষ পরীক্ষা। পরীক্ষা দিতে গিয়েছিলেন তিনি। বাড়িতে একাই ছিলেন তপনবাবু। এর মধ্যে তিনি খবর পান বাড়িতে বাবা অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। দরজা ভিতর থেকে বন্ধ। কোনও ক্রমে পরীক্ষা শেষ করে বাড়ি ফেরেন তিনি। ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তালা ভেঙে বাড়িতে ঢুকে পুলিশকর্মীরা দেখেন, ১টি নয় ২ জনের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে সেখানে।

তদন্তে নেমে তপনবাবুর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে পুলিশ। কল লিস্ট থেকে জানা যায় রতন সরকারের নাম। প্রতিবেশীরা জানান, সকালেই রতন সরকারের সঙ্গে দেখা গিয়েছিল তপনবাবুকে। এর পর রতন সরকারকে আটক করে পুলিশ। তাঁকে লাগাতার জেরা করা হচ্ছে।

আরও পড়ুন: পুলিশ বলেছিল কোনও অভিযোগ নেই, সেই উত্তম সরদারকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল TMC

মেয়ে তানিয়া জানিয়েছেন, তাঁর বাবা মা দীর্ঘদিন আলাদা থাকেন। মা থাকেন রানাঘাটে। তিনি বাবার সঙ্গেই থাকেন। ঠাকুরদার মৃত্যুর পর বাবা পূর্ত দফতরে চাকরি পেয়েছিলেন। কিন্তু বন্ধ বাড়িতে কী করে বাবার মৃত্যু হল তা বুঝতে পারছেন না কিশোরী।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি খুনের ঘটনা। কী ভাবে ২ জনকে খুন করা হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।