Sandeshkhali update: নিয়ন্ত্রণে সন্দেশখালি, ‘আইনশৃঙ্খলা হাতে নিলেই ব্যবস্থা’, বললেন এডিজি মনোজ বর্মা

অবিলম্বে শেখ শাহজাহান, শিবু হাজরা এবং উত্তম সর্দারকে গ্রেফতার করতে হবে। এই দাবিতে শুক্রবার থেকে সন্দেশখালিতে বিক্ষোভে চলছে। গ্রামবাসী লাঠি, বাঁশ নিয়ে টানা বিক্ষোভ দেখাচ্ছেন বিভিন্ন এলাকায়। এদিন সকালেও তৃণমূলের জেলা পরিষদ সদস্য শিবু হাজরার মুরগির খামারের আগুন ধরিয়ে দেওয়া হয়। এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। শুক্রবার বিকালে সাংবাদিক বৈঠক করে এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা জানিয়ে দিলেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। কেউ যদি আইন নিজের হাতে নিতে চান তবে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত হয়েছে সন্দেশখালি। শেখ শাহজাহানের ছায়াসঙ্গী শিবু হাজরার মুরগী খামার ও একটি ঘরে আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা। শিবু হাজরা জোর করে বিঘের পর বিঘে জমি দখল করে মাছের ভেড়ি করেছে পোল্ট্রি ফার্ম করেছে। জমি ফেরতে চাইতে গেলে মারধর করে। গ্রামবাসীদের অভিযোগে বিডিও-পুলিশকে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

পড়ুন। সন্দেশখালিতে ফের জ্বলল ক্ষোভের আগুন, পুড়ে ছাই TMC নেতার মুরগির খামার

গত শুক্রবার থেকে টানা বিক্ষোভ চললেও পুলিশ সেভাবে কোনও কড়া পদক্ষেপ করেনি। অভিযোগ এবং পাল্টা অভিযোগ দায়ের হয়েছে থানায়। গ্রেফতার করা হয়েছে কয়েক জনকে । কিন্তু আজ সকালে যে ভাবে পোল্ট্রি ফার্মে আগুন দেওয়া হয়েছে, তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন পুলিশ প্রশাসন।

শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ে করা হয়েছে। কিন্তু এখনও তাঁদের গ্রেফতার করা হয়নি। সেই প্রসঙ্গে এডিজি বলেন, ‘তদন্ত চলছে। তদন্তে যা উঠে আসবে তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘যারা আশান্তিতে জড়াবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

পড়ুন। শাহজাহানের তুঘলকি কাণ্ড! কৃষকবিদ্রোহের আঁচে প্রতিরোধের ব্যারিকেড সন্দেশখালিতে

তিনি বলেন, ‘আজ সকালের দিকে একটি ঘটনাকে কেন্দ্রে করে পরিস্থিতি ,উত্তপ্ত হয়। সঙ্গে সঙ্গে ঘটলাস্থলে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

এদিন সকাল থেকেই সন্দেশখালি থানার সামনে বিক্ষোভকারীদের অবস্থান করতে দেখা যায়।  পুলিশের পক্ষ থেকে মাইকিং করে তাঁদের উঠে যেতে বলা হয়। আন্দোলনকারী সেখান বসে বিক্ষোভ দেখাতে থাকেন।