Sports Highlights: শ্রেয়সের চোট, দূরত্ব বাড়ল রোহিত-হার্দিকের, বিস্ফোরক জাডেজার বাবা, খেলার সেরা খবরের একঝলক

<p><strong>কলকাতা:</strong> ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের তিন ম্য়াচ থেকে ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার। সোশ্য়াল মিডিয়ায় দূরত্ব বাড়ল রোহিত-হার্দিকের। সাফ চ্যাম্পিয়নশিপে যুগ্মজয়ী ভারত-বাংলাদেশ। জাডেজার বাবার বিস্ফোরক দাবি। দেখে নিন খেলার দুনিয়ার দিনের সেরা খবরের এক ঝলক-</p>
<p><strong>ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রেয়স</strong></p>
<p>সাম্প্রতিক সময়টা শ্রেয়স আইয়ারের জন্য খুব একটা ভাল কাটছে না। তাঁর ফর্ম এমনকী জাতীয় দলে জায়গা নিয়ে উঠছে সওয়াল। এবার তাঁর ফিটনেস নিয়েও বড় রকমের প্রশ্নচিহ্ন উঠে গেল। অনুশীলনে দীর্ঘক্ষণ ব্যাটিংয়ের সময় তাঁর পিঠে খিঁচ এবং কুঁচকিতেও ব্যথা অনুভব হচ্ছে বলে জানান <a title="শ্রেয়স আইয়ার" href="https://bengali.abplive.com/topic/shreyas-iyer" data-type="interlinkingkeywords">শ্রেয়স আইয়ার</a>।&nbsp;তবে যেহেতু অস্ত্রোপ্রচারের পর এই ঘটনা প্রথম ঘটল। তাই বিসিসিআইয়ের মেডিক্যাল দলের তরফে তাঁকে আপাতত বিশ্রাম নিতে বলা হয়েছে। নিজের ফিটনেস ফিরে পেতে এরপর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও যেতে হবে শ্রেয়সকে। এই চোটের জেরে ইংল্যান্ডের&nbsp; বিরুদ্ধে সিরিজ়ের বাকি তিন টেস্টে শ্রেয়সের অংশগ্রহণ করা নিয়ে বড় রকমের প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল। শ্রেয়স অনুপস্থিত থাকলে <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>ের চিন্তাও যে বাড়বে তা বলাই বাহুল্য।&nbsp; &nbsp;</p>
<p><strong>যুগ্মজয়ী ভারত-বাংলাদেশ</strong></p>
<p>অনূর্ধ্ব ১৯ মহিলা সাফ চ্যাম্পিয়নশিপে যুগ্মভাবে বিজয়ী ভারত, বাংলাদেশ। ম্যাচে পরতে পরতে ছিল নাটকীয় মুহূর্ত। নির্ধারিত সময়ে দুটো দলই একটি করে গোল করে। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ফলাফল নির্ধারণ করা সম্ভব হয়নি। এরপর ম্যাচ কমিশনারের সঙ্গে আলোচনা করে রেফারি সিদ্ধান্ত নেন যে এই ম্যাচে টস করে বিজয়ী ঘোষণা করা হবে। টস করা হলে সেখানে বাংলাদেশ হেরে যায়। আর এরপরই শুরু হয় নতুন নাটক। বাংলাদেশের ফুটবলাররা এই ফলে সন্তুষ্ট হতে পারেননি। তাঁরা বিষয়টি নিয়ে ম্যাচ কমিশনারের কাছে অভিযোগও জানান। পরে সিদ্ধান্ত বদল করা হয়।</p>
<p><strong>দূরত্ব বাড়ল <a title="রোহিত" href="https://bengali.abplive.com/topic/rohit-sharma" data-type="interlinkingkeywords">রোহিত</a>-হার্দিকের</strong></p>
<p>মুম্বই ইন্ডিয়ান্স তো বটেই,&nbsp;<a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের ইতিহাসের সফলতম অধিনায়ক রোহিত (Rohit Sharma)। অধিনায়ক হিসাবে পাঁচ খেতাব জয়ের কৃতিত্ব রয়েছে রোহিতের। তবে সকলকে চমকে দিয়ে নতুন মরশুমের আগেই রোহিতকে সরিয়ে হার্দিক পাণ্ড্যকে (HardiK Pandya) অধিনায়ক নিয়োগ করে পল্টনরা। এই নিয়ে বিস্তর জলঘোলা অব্যাহত। এরই মাঝে খবর&nbsp;<a title="হার্দিক পাণ্ড্য" href="https://bengali.abplive.com/topic/hardik-pandya" data-type="interlinkingkeywords">হার্দিক পাণ্ড্য</a>&nbsp;ও রোহিত শর্মা সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দিয়েছেন।</p>
<p><strong>চাপে বাংলা</strong></p>
<p>রঞ্জিতে কেরলের বিরুদ্ধে ম্য়াচের প্রথম দিনের শেষে চাপে বাংলা। সারাদিনে মাত্র ৪ উইকেট তুলতে পারলেন বঙ্গ বোলাররা। যার জন্য রীতিমত হতাশ গোটা বাংলা থিঙ্কট্যাঙ্ক। গোটা ম্যাচে ফিল্ডিং নিয়েও প্রশ্নচিহ্ন উঠে গেল। ক্যাচ মিস না করলেও স্লিপ করিডর দিয়ে একাধির বল গড়িয়ে গেল থার্ডম্যানে বাউন্ডারি লাইনের দিকে। এখনও পর্যন্ত একমাত্র আসামের বিরুদ্ধে ম্যাচ ছাড়া আর কোনও ম্যাচে জয় ছিনিয়ে নিতে পারেনি বাংলা। তাই এই ম্যাচ মনোদের দলের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তিনশোর গণ্ডি পেরিয়ে গেলে যে এই ম্য়াচ প্রায় হাত থেকে বেরিয়ে যাবে, তা বেশ ভালই বুঝতে পারছে বঙ্গ শিবির।</p>
<p><strong>বিস্ফোরক জাডেজার বাবা</strong></p>
<p>ভারতীয় ক্রিকেটে ফের পরিবার দ্বন্দ্ব? মহম্মদ শামির পর এবার কি রবীন্দ্র জাডেজা? নিজের বাবার সঙ্গে নাকি সম্পর্ক একদমই ভাল নয় জাডেজার। এমনই দাবি তুলেছেন স্বয়ং তারকা অলরাউন্ডারের বাবা। এমনকী এই পরিস্থিতির জন্য জাডেজার স্ত্রী রিভাবা জাডেজার দিকেও আঙুল তুলছেন তিনি। জাডেজার বাবা অনিরুদ্ধ সিং জানিয়েছেন জাডেজার সঙ্গে এবং রিভাবার সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁর। জামনগরে একাই থাকেন তিনি। ছেলে কোনও খোঁজখবর নেয় না। যদিও সব অভিযোগ অসত্য বলে দাবি করেছেন সোশ্য়াল মিডিয়ায় জাডেজা।&nbsp;</p>