Temjen Imna Along Viral post: পুকুরের পাঁক-কাদায় পড়লেন মন্ত্রী, তোলা হল এভাবে! ‘JCBর টেস্ট ছিল…’ লিখলেন পোস্টে

বহুবারই তাঁর মজাদার মন্তব্য বা ভাইরাল ভিডিয়োর দৌলতে নজর কেড়েছেন নাগাল্যান্ডের মন্ত্রী তেনজেম ইমনা অ্যালং। তাঁর মজাদার সোশ্যাল মিডিয়া পোস্টের ফ্যান ফলোইং কিছু কম নয়। এদিকে, শুক্রবার তাঁর আরও একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে, তেনজেম ইমনা অ্যালং পাঁক- কাদা জল থেকে অতি কষ্টে উঠে আসার চেষ্টা করছেন। বিজেপির এই মন্ত্রী নিজেই তাঁর সেই পরিস্থিতির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একটি হাস্যকৌতূক মন্তব্য করেছেন। আর পোস্ট নিয়ে হেসে খুন নেটপাড়া!

নিজের পোস্টে জীবনের নানান দিক নিয়ে প্রায়ই সচেতন করে থাকেন নাগাল্যান্ডের মন্ত্রী তেনজেম ইমনা অ্যালং। সদ্য এক ইউটিউবারকে দেওয়া তাঁর সাক্ষাৎকারে অ্য়ালংয়ের একাধিক মন্তব্য মন মজিয়েছে দর্শককূলের। সোজা সাপ্টা স্পষ্টভাষী নাগাল্যান্ডের এই মন্ত্রী, এবার পোস্ট করলেন তাঁর কাদা জলে পড়ে কঠিন পরিস্থিতির ভিডিয়ো। শুধু তাই নয়। পাঁক-কাদা থেকে তাঁর উঠে আসার ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, অ্যালংকে সাহায্য করতে তিনজন এগিয়ে এসেছেন। অ্যালং নিজেও উপভোগ করছেন পরিস্থিতি। সাহায্যকারীদের মুখেও খানিকটা হাসি রয়েছে। তবে যে ভিডিয়ো নিয়ে নেটপাড়া হেসে খুন হচ্ছে, সেই ভিডিয়োর পোস্টে তেনজেম একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি লেখেন, যখনই গাড়ি কেনা হবে, তার আগে তার এনসিএপি (নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম) দেখে নেওয়া উচিত। যাতে গাড়ির নিরাপত্তা নিয়ে কোনও আপোস না করা হয়। পোস্টের শেষে অ্যালং লেখেন, ‘কিউকি ইয়ে আপকা জানকা মামলা হ্যায়।’ এই ভিডিয়ো পোস্টের পর মুহূর্তের মধ্যে ১১৪০০০ ভিউজের অঙ্ক ছুঁয়ে ফেলে। ৮ হাজারটি লাইক পড়ে ভিডিয়োতে।

এদিকে, এমন নেতাকে ঘিরে উচ্ছ্বসিত নেটপাড়া। অনেকেই বলছেন, ‘এমন মন্ত্রীই চাই আমরা।’ অনেকেই লিখেছেন, ‘আমাদের দেশে তাঁর মতো রাজনীতিবিদ দরকার। এই ভিডিওটি দেখলে, এক সেকেন্ডের জন্যও আপনি অনুভব করবেন না যে তিনি ভারতের সবচেয়ে বড় রাজনীতিবিদদের একজন। পরিবর্তে, আপনি একজন সাধারণ মানুষ তার লোকেদের সাথে উপভোগ করছেন বলে মনে করবেন। এমন একজন মাটির মানুষ নেতা তিনি।’ কখনও তেনজেম নিজের ছোট চোখ নিয়ে মশকরা করে কটাক্ষের সুর তুলে ভাইরাল হয়েছেন, কখনও নিজের সিঙ্গল থাকা নিয়ে মশকরা করে তিনি মন জয়ে করে নিয়েছেন অনেকের। এই সোশ্যাল মিডিয়া স্টার নেতা খবরের দুনিয়ায় প্রায়ই লাইমলাইট কেড়েছেন।