আজকের প্রকাশিত নতুন বই

ছুটির দিনের তুলনায় কিছুটা কম হলেও রবিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা নামতেই জমে উঠেছিল অমর একুশে বইমেলা। প্রিয় লেখকদের বই পড়তে ও সংগ্রহ করতে বিকালে মেলা প্রাঙ্গণে জড়ো হয়েছেন বই প্রেমী ও দর্শনার্থীরা। তবে গত দুই দিনের (শুক্র ও শনিবার) তুলনায় ভিড় কিছুটা কম ছিল। এদিন মেলা প্রাঙ্গণে তরুণ-তরুণীদের পাশাপাশি বয়োবৃদ্ধদের বিভিন্ন স্টলে বা প্যাভিলিয়নে দাঁড়িয়ে বিভিন্ন লেখকের বই পড়তে ও কিনতে দেখা যায়। বই কেনার পাশাপাশি অনেকেই মেলায় বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন।

মেলার প্রতিদিনের অনুষঙ্গ নতুন বই। রবিবার (১১ ফেব্রুয়ারি) বইমেলার দশম দিনে নতুন বই এসেছে ৯২টি। এর মধ্যে গল্পগ্রন্থ ১০টি, উপন্যাস ১৪টি, প্রবন্ধ চার, কাব্যগ্রন্থ ২৪টি, গবেষণা গ্রন্থ দুটি, ছড়া দুটি, জীবনী সাতটি, রচনাবলি দুটি, মুক্তিযুদ্ধ বিষয়ক দুটি, নাটক একটি, বিজ্ঞান বিষয়ক তিনটি, ভ্রমণ বিষয়ক তিনটি, ইতিহাস বিষয়ক একটি, রাজনীতি বিষয়ক দুটি, চিকিৎসা-স্বাস্থ্য বিষয়ক একটি, বঙ্গবন্ধুকে নিয়ে একটি, রম্য/ধাঁধা ক্যাটাগরির একটি, ধর্ম বিষয়ক একটি, সায়েন্স ফিকশন তিনটি, অনুবাদ গ্রন্থ একটি ও অন্যান্য বিষয়ে সাতটি বই।

বইমেলা রবিবার প্রকাশিত কয়েকটি উল্লেখযোগ্য বই-

বইয়ের নাম : লিভিং ইন টিয়ার্স 
লেখক : শেখ হাসিনা 
বিষয়: রাজনীতি 
প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী 
প্রকাশক : আগামী প্রকাশনী 
মুদ্রিত মূল্য : ১০০০ টাকা 

বইয়ের নাম : বিচিত্রায় বঙ্গবন্ধু 
লেখক : চিন্ময় মুৎসুদ্দি 
বিষয়: বঙ্গবন্ধু 
প্রচ্ছদ: ধ্রুব এষ 
প্রকাশক : মনিরুল হক/ অনন্যা
মুদ্রিত মূল্য : ৫০০ টাকা 

বইয়ের নাম : তিন ভুবনের অন্ধ 
লেখক : মুহম্মদ নূরুল হুদা 
বিষয়: কবিতা 
প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর
প্রকাশক : মাহবুবা লাকি/ চিরদিন 
মুদ্রিত মূল্য : ২০০ টাকা 

বইয়ের নাম: আমার অক্ষর যাত্রা
লেখক: মুহম্মদ নূরুল হুদা 
বিষয়: কবিতা 
প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর
প্রকাশক: মাহবুবা লাকি/ চিরদিন
মূল্য: ২৮০ টাকা 

বইয়ের নাম : শেখ মুজিব: বঙ্গবন্ধু থেকে বিশ্ব বন্ধু 
লেখক: ড. সৈয়দ আনোয়ার হোসেন 
বিষয়: প্রবন্ধ 
প্রচ্ছদ : মাসুক হেলাল 
প্রকাশক : আগামী প্রকাশনী 
মুদ্রিত মূল্য : ১২০০ টাকা 

বইয়ের নাম : দ্যা মাউন্টেইন ইজ ইউ
লেখক: ব্রিয়ানা উইস্ট
অনুবাদ: মোস্তাক শরীফ
বিষয়: আত্ম উন্নয়ন মূলক 
প্রচ্ছদ : সহিদুল ইসলাম রনি 
প্রকাশক : নবরাগ প্রকাশনী 
মুদ্রিত মূল্য : ৩০০ টাকা 

বইয়ের নাম : কামীনি রায়:জীবন ও সাহিত্য 
লেখক: ড. মিজান রহমান 
বিষয় : জীবনী 
প্রচ্ছদ : ধ্রুব এষ
প্রকাশক : ভাষা প্রকাশ 
মুদ্রিত মূল্য : ৪০০ টাকা 

বইয়ের নাম : ভূত বালিকা 
লেখক: মোস্তফা মনন
বিষয় : ভূত ও মানুষের অদ্ভুত ভালবাসার গল্প 
প্রচ্ছদ : মোঃ হাসিবুর রহমান 
প্রকাশক : শোভা প্রকাশ 
মুদ্রিত মূল্য : ৩২০ টাকা 

বইয়ের নাম : কবিতার ভেজা চোখ 
লেখক: আ.ফ.ম আফজাল হাসান  
প্রচ্ছদ : অরূপ মান্দী
প্রকাশক : কাব্যকথা 
মুদ্রিত মূল্য : ২৫০ টাকা

বাংলা সাহিত্যে সংযোজন হলো লিপোগ্রাম উপন্যাস ‘পাঁজর’ 

অমর একুশে বইমেলায় মাঝে প্রথমবারের মতো সংযোজন হলো লিপোগ্রাম উপন্যাস। কোনও একটি বর্ণ বা কয়েকটি বর্ণকে বাদ দিয়ে রচিত গল্প বা বড় গল্প কিংবা পাঠ্যকে লিপোগ্রাম বলা হয়। বাংলা সাহিত্যের প্রথম লিপোগ্রাম উপন্যাসের নাম ‘পাঁজর’। উপন্যাসটি লিখেছেন ম স আলম।

পাঁজর উপন্যাসে কোনও স্বরবর্ণ (অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও এবং ঔ) ব্যবহার করা হয়নি। বাংলা বর্ণমালার এই ১১টি বর্ণ সরাসরি বাদ দিয়ে পাঁজর উপন্যাসটি লিখা হয়েছে। তবে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ ‘কার’ ব্যবহার করা হয়েছে। পাঁজর উপন্যাসে রয়েছে ২৫ হাজারেরও বেশি শব্দ।

‘পাঁজর’ উপন্যাসটি প্রকাশিত হয়েছে শিখা প্রকাশনী থেকে। এছাড়াও চলতি বছরের বইমেলার মাঝামাঝি সময়ে ম স আলমের লিখা ‘দ্য বিলিয়নেয়ার ভদকা’ নামক কাব্যগ্রস্থ প্রকাশ হবে। কাব্যগ্রন্থটিতেও কোনও কোনও স্বরবর্ণ ব্যবহার করা হয়নি। সে হিসেবে কাব্যগ্রন্থটি ‘লিপোগ্রাম’ কাব্যগ্রন্থ হিসেবে বিবেচিত হবে বলে । এই কাব্যগ্রন্থে লেখকের ৬৪ টি কবিতা রয়েছে।