‘দেব’-রক্ষায় শংকরকে বলি দিল তৃণমূল

ফের ভোটে দাঁড়াতে দেবের যাবতীয় ওজর – আপত্তির কারণ স্পষ্ট হল রবিবার। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘাটালের সাংসদের বৈঠকের পরদিনই তৃণমূলের ঘাটল সাংগঠনিক জেলার চেয়ারম্যান শংকর দলুইকে সরিয়ে দিল তৃণমূল। তৃণমূলের এই পদক্ষেপে শংকরকে নিয়ে আপত্তির জেরেই দেব ভোটে দাঁড়াতে চাইছিলেন না বলে স্পষ্ট হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: এবার রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন, সন্দেশখালি নিয়ে অস্বস্তি আরও বাড়ল রাজ্যের

ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দলুইকে দলের সাংগঠনিক জেলার চেয়ারম্যান করে তৃণমূল। কিন্তু সাংসদ দেবের সঙ্গে তাঁর সম্পর্কের ক্রমশ অবনতি হতে থাকে। যার জেরে সম্প্রতি লোকসভা ভোটে লড়তে অনীহা প্রকাশ করেন দেব। ওদিকে চলতি সপ্তাহে একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়। যাতে শংকর দলুইকে বলতে শোনা যায়, দেব সাংসদ কোটার কাজের জন্য ৩০ শতাংশ কাটমানি দাবি করছেন। জবাবে দেব বলেন, শংকরদা কে আগে জানতে হবে। উনি আমাকে আঙুল ধরে ঘাটলটা চিনিয়েছেন। উনি যদি জানতেন কল রেকর্ড হচ্ছে তাহলে একথা বলতেন না। দেব এও বলেন, যারা আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে তারা প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। আর তারা যদি প্রমাণ দিতে না পারে তাহলে তারা রাজনীতি ছাড়বেন তো?

শনিবার কলকাতায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় ১ ঘণ্টা বৈঠক করেন দেব। এর পর কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি। সূত্রের খবর, বৈঠকে দেব শংকর দলুইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বলেন, তাঁর পক্ষে শংকরের সঙ্গে কাজ করা সম্ভব হবে না। এর পরই দেবকে উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দেন অভিষেক। পালটা দেব বলেন, দল যেখান থেকে লড়তে বলবে সেখান থেকেই লড়ব।

আরও পড়ুন: এবার রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন, সন্দেশখালি নিয়ে অস্বস্তি আরও বাড়ল রাজ্যের

দেবের সঙ্গে মমতা ও অভিষেকের বৈঠকের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতে শংকরকে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিল তৃণমূল। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ডেবরার প্রাক্তন বিধায়ক রাধাকান্ত মাইতিকে।

এব্যাপারে শংকরবাবু বলেন, ‘দল যা ভালো বুঝেছে করেছে। আমি আর কী বলব? তবে ভাইরাল অডিয়ো ক্লিপ নিয়ে আমার কিছু বলার নেই। দলের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই।’