রামলালার মূর্তি তৈরিতে ব্যবহৃত যন্ত্র প্রকাশ্যে আনলেন ভাস্কর, সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে চর্চা

রামমন্দির উদ্বোধন থেকে রামলালার মূর্তি প্রতিষ্ঠা—সবেতেই নজর কেড়েছিল কারুকাজ। আর এই কারুকাজ করেছেন ভাস্কর অরুণ যোগীরাজ। যিনি ৫১ ইঞ্চি লম্বা রামলালার মূর্তিতে কাজ করেছেন। এখন তা দেখতে রীতিমতো ভিড় জমিয়েছেন পর্যটকরা। লাখ লাখ মানুষের ভিড় এখন অযোধ্যায় দেখা যাচ্ছে রোজ। আর তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের কারুকাজে ব্যবহৃত জিনিসপত্র পোস্ট করলেন ভাস্কর অরুণ যোগীরাজ। এখন তাঁর কারুকাজ করা রামলালার চোখ দেখছেন দেশ– বিদেশের মানুষজন।

এদিকে এই বিশিষ্ট ভাস্কর রূপোর হাতুড়ি এবং সোনার ছেনি—যা দিয়ে তিনি মূর্তির কাজ করেছিলেন সেগুলিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এগুলি দিয়েই অরুণ যোগীরাজ রামলালার চোখ এঁকেছেন। তাঁর মনে হয়েছে এগুলি সবার সামনে নিয়ে আসবেন। আর তাই তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। নিজের মনে হওয়ার কথাও লিখেছেন। তিনি লিখেছেন, ‘‌এই রূপালি হাতুড়িটি এবং সোনার ছেনিটির সঙ্গে ভাগ করে নেওয়ার কথা ভাবলাম। যেটি ব্যবহার করে আমি রামলালার ঐশ্বরিক চোখ খোদাই করেছি।’‌

অন্যদিকে অযোধ্যার রামমন্দিরে যে মূর্তিটি আছে, সেটি রামলালার পাঁচ বছর বয়সের। পদ্মের উপর দাঁড়িয়ে রয়েছে রামলালা। এখন সেটি রয়েছে গর্ভগৃহে। নতুন নির্মিত রামমন্দিরে এখন এটাই রয়েছে। যার কাজ করেছেন বিখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ। রামমন্দির এবং রামলালার মূর্তি প্রতিষ্ঠার আয়োজন হয়েছিল বেশ জমকালো। সেখানে দেশের তামাম ধনী ব্যক্তিরা যোগ দিয়েছিলেন। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা গিয়েছিল। এছাড়া অভিনেতা–অভিনেত্রী, রাজনীতিবিদ, গায়ক, শিল্পী থেকে নানা শিল্পপতি সেখানে হাজির হন এবং কারুকাজ দেখেন।

আরও পড়ুন:‌ রাজ্যসভায় যাঁরা স্থান পেলেন না তাঁরা কি লোকসভার তাস?‌ মুখ খুললেন শান্তনু সেন

এছাড়া এই অরুণ যোগীরাজ ভাস্কর্য গড়ে তুলে সমাজের বুকে খ্যাতনামা হয়ে উঠেছেন। তিনি এমবিএ পাশ করেন এবং কর্পোরেট জগতে চাকরি করতেন। তারপর একদিন হঠাৎই নিজের পেশা বদল করেছিলেন। তারপর তিনি হয়ে ওঠেন ভাস্কর। এই পেশায় আগে তাঁর পূর্বপুরুষরা ছিলেন। সেই পথেই হাঁটলেন তিনি। তারপর ২০০৮ সালে মূর্তি তৈরি করে গোটা দেশ থেকে সম্মান পান। তাই এবার তাঁকে দিয়েই কাজ করানো হয় রামলালার মূর্তির। যা প্রচণ্ড জনপ্রিয়তা অর্জন করেছে।