Abhishek on retirement: মমতার বয়সে রাজনীতি ছেড়ে দেব, বললেন অভিষেক, ৭৩ বছরের মোদীকে দিলেন সার্টিফিকেট

মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন যা বয়স, সেই বয়সে পৌঁছানোর আগেই তিনি রাজনীতি থেকে অবসর নেবেন। এমনটাই জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি সংবাদমাধ্যমে অভিষেক জানিয়েছেন যে তাঁর বয়স ৬০ হলেই রাজনীতি থেকে অবসর নেবেন। বাকিদের ক্ষেত্রে অবশ্য ৬৫ বছরের ঊর্ধ্বসীমা বজায় রেখেছেন। তবে সেই ‘রিটায়ারমেন্ট’ তত্ত্বটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদের ক্ষেত্রে খাটে না বলে জানিয়েছেন তৃণমূলের ‘নম্বর টু’। তাঁর বক্তব্য, মমতার বয়স ৭০ ছুঁইছুঁই হলেও তিনি এখনও যা পরিশ্রম করেন, তা আর পাঁচটা তরুণের থেকে কম কিছু নয়। তাই মমতার অবসর গ্রহণের কোনও প্রশ্নই উঠছে না বলে সাফ জানিয়ে দেন অভিষেক।

আনন্দবাজারের সাক্ষাৎকারে অভিষেক দাবি করেছেন, বয়স হলে যে কোনও পেশার মানুষের কর্মদক্ষতা কমে যায়। সেটা রাজনীতি হতে পারে, খেলাধুলো হতে পারে, সিনেমা হতে পারে। তাই একটা বয়সের পরে অবসর নেওয়া জরুরি বলে মতপ্রকাশ করেছেন অভিষেক। যে তত্ত্ব নিয়ে তৃণমূলের অন্দরে নবীন-প্রবীণের দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল। এমনকী অভিষেকের তত্ত্বের বিরোধিতা করেছেন খোদ মমতা। তারপরও অবশ্য রাজনীতি থেকে অবসরের তত্ত্বে অনড় থাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

অভিষেকের বক্তব্য, তিনি যে শুধু মুখে সেই তত্ত্ব আওড়াচ্ছেন, সেটা মোটেও নয়। বরং মনেপ্রাণে সেটা বিশ্বাস করেন। শুধু তাই নয়, অন্যদের ক্ষেত্রে ৬৫ বছরের ঊর্ধ্বসীমা নির্ধারণ করলেও তিনি নিজে আরও পাঁচ বছর আগেই রাজনীতিকে বিদায় জানাবেন। ৬০ বছর হলেই রাজনীতি থেকে দূরে সরে যাবেন বলে দাবি করেছেন অভিষেক। অর্থাৎ আজ মমতা যে বয়সে দাঁড়িয়ে আছেন, সেখানে যখন পৌঁছাবেন, তখন তিনি ‘অবসর’ জীবন কাটাবেন বলে বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আর সেই মন্তব্যের কারণে যাতে কারও কাছে ভুল বার্তা না যায়, সেজন্য অভিষেক এটাও সরাসরি জানিয়েছেন যে মমতার ক্ষেত্রে তাঁর তত্ত্ব খাটে না। একেবারেই ব্যতিক্রম তিনি। কারণ মমতার বয়স ৭০-র কাছে পৌঁছে গেলেও এখনও যে কোনও তরুণকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাই তিনি মোটেও ঘুরিয়ে বলতে চাইছেন না যে মমতার মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেওয়া উচিত। 

আরও পড়ুন: Abhishek on leaps and bounds: ‘মিনারেল ওয়াটার তৈরি করে’, দুর্নীতিতে নাম জড়ানো লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে দাবি অভিষেকের

সেই প্রেক্ষিতে মোদীরও প্রশংসা করেন অভিষেক। তাঁর বক্তব্য, মোদীর সঙ্গে রাজনৈতিকভাবে তাঁর বিরোধ আছে। তাঁর রাজনৈতিক মতাদর্শ আলাদা। কিন্তু সেইসব দূরে সরিয়ে রেখে ৭৩ বছরেও যেভাবে মোদী দিনে ১২-১৩ ঘণ্টা পরিশ্রম করেন, সেটা প্রশংসার যোগ্য বলে দাবি করেন অভিষেক। সেইসঙ্গে ৮১ বছরের অমিতাভ বচ্চনের অভিনয় চালিয়ে যাওয়া এবং ৪১ বছরের মহেন্দ্র সিং ধোনির আইপিএলের জয়ের উদাহরণও তুলে ধরেন তিনি।

আরও পড়ুন: ‘‌তৃণমূলের একটাই নীতি, কংগ্রেসের দুটো’‌, জোট হচ্ছে না বাংলায় অকপট অভিষেক