Bose to visit Sandeshkhal: সোমবার উত্তপ্ত সন্দেশখালি যাচ্ছেন রাজ্যপাল

উত্তপ্ত সন্দেশখালি। প্রতিদিন আছড়ে পড়ছে বিক্ষোভের আঁচ। এই পরিস্থিতিতে কেরল সফর কাটাছাঁট করে রাজ্যে ফিরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার অর্থাৎ আগামিকাল তিনি সন্দেশখালি যাবেন। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে। রাজভবন সূত্রে তেমনটাই খবর।

গত কয়েকদিন ধরেই উত্তপ্ত সন্দেশখালি। লাঠি, ঝাঁটা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। জারি করা হয়েছে ১৪৪ ধারা। শনিবারই বিরোধী দলনেতা বিধায়কদের নিয় রাজভবনে যান। তাঁরা সন্দেশখালি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ২৪ ঘণ্টার সময়সীমাও দিয়ে আসেন।

সেই সময় রাজ্যপাল কেরল সফরে ছিলেন। বিজেপির পরিষদীয় দল কথা বলে ওএসডি সন্দীপ রাজপুত, উপদেষ্টা এস কে পট্টনায়কের সঙ্গে।

তার রাজ্যপালকে বিষয়টি সম্পর্কে জানান। তিনি নবান্নে ইমেল পাঠিয়ে সন্দেশখালি সম্পর্কে রিপোর্ট চেয়ে পাঠান। 

পড়ুন। এবার রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন, সন্দেশখালি নিয়ে অস্বস্তি আরও বাড়ল রাজ্যের

পড়ুন। নিখোঁজ TMC নেতা শিবুর অভিযোগে প্রাক্তন CPIM বিধায়ক নিরাপদকে গ্রেফতার করল পুলিশ

রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকাকে লেখা চিঠিতে রাজ্যপাল লেখেন, সন্দেশখলিতে মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ অত্যন্ত গুরুতর ও উদ্বেগজনক। অবিলম্বে রাজ্য সরকার অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করবে বলে প্রত্যাশা করি।

তার পর তিনি এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন। রাজভবন সূত্রে, খবর সোমবার সকালে তিনি সন্দেশখালি যাবেন।

শাহজাহান ছাড়াও মূলত যে দুই তৃণমূল নেতার বিরুদ্ধে বিক্ষোভ তৈরি হয়েছে,  তাদের মধ্যে উত্তম সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি শিবু হাজরা এখনও নিখোঁজ।  

এদিকে শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে রবিবার সিপিএম প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ,তিনি নাকি এই বিক্ষোভে ইন্ধন দিচ্ছেন। বাঁশদ্রোনীর বাড়ি থেকে তাঁকে প্রথমে থানায় নিয়ে যায় পুলিশ। বেশ কিছুক্ষণ আটকে রাখার পর তাঁকে গ্রেফতার করে। এর প্রতিবাদে থানায় বিক্ষোভ দেখায় পুলিশ। 

পড়ুন। উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রেই গড়ে উঠেছে পুলিশের শিবির, সন্দেশখালি নিয়ে চিন্তায় পরীক্ষার্থীরা