Kavya Maran: আইপিএলের আগেই কেন সেলিব্রেশনে মাতলেন কাব্য়? রইল মারক্রমদের মালকিনের বায়োডেটা

জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো: করে দেখাল আইদেন মারক্রমের (Aiden Markram) সানরাইজার্স ইস্টার্ন কেপ (Sunrisers Eastern Cape)। পরপর দু’বার এসটি-২০ (SA20) খেতাব জিতল তারা। গত শনিবার কেপটাউনের নিউ ল্য়ান্ডসে অনুষ্ঠিত হেভিওয়েট ফাইনালে, সানরাইজার্স ৮৯ রানে ডারবান’স সুপার জায়ান্টসকে (Durban’s Super Giants) হারিয়ে চ্য়াম্পিয়ন হয়েছে। আর ফাইনালে ভাইরাল হয়েছেন মারক্রমদের মালকিন কাব্য় মারান (Kavya Maran)। কারণ দলের জয়ে তিনি শিশুর মতো উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন। কখনও গ্য়ালারিতে আনন্দে ফেটে পড়েছেন তো কখনও মাঠে নেমে সেলিব্রেশনে মেতেছেন। কারণ এই জয় ঠিক যতটা মারক্রমদের, ঠিক ততটাই ক্রিকেট পাগল কাব্য়রও। সানরাইজার্স হায়দরাবাদেরই ফ্র্যাঞ্চাইজি ইস্টার্ন কেপ।

আরও পড়ুন: Jasprit Bumrah: বুমরায় বুঁদ ব্রিটিশ নক্ষত্র, বিশেষ কারণেই ভারতীয়কে সেলাম, বসালেন সিংহাসনেও!

মহারণে টস জিতে সানরাইজার্স প্রথমে ব্য়াট করেছিল। নির্ধারিত ওভারে তিন উইকেটে ২০৪ রান তোলে অরেঞ্জ আর্মি। টম অ্যাবেল এবং ট্রিস্টান স্টাবস অর্ধ-শতরানের ইনিংস খেলেন। চল্লিশের কোটায় ইনিংস আসে জর্ডন হারম্য়ান ও মারক্রম। নিউ ল্য়ান্ডসে ‘কমলা সেনা’র রান তাড়া করতে নেমে মোহনবাগান সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার টিম মাত্র ১১৫ রানে গুটিয়ে যায়। কেশব মহারাজের দলকে শেষ করে দেওয়ার দায়িত্ব একাই কাঁধে তুলে নেন প্রোটিয়া পেসার মার্কো জানসেন। নির্ধারিত কোটার বল করে একাই তুলে নেন পাঁচ উইকেট। ড্য়ানিয়েল ওরাল ও ওটনিল বার্টম্য়ান তুলে নেন দুই উইকেট করে। এক উইকেট সিমন হার্মারের। গতবছর দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগের পথচলা শুরু হয়েছিল। মারক্রম দলকে চ্যাম্পিয়ন করিয়ে আইপিএলেও পান নেতৃত্বের দায়িত্ব। 

সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্য। সান মিউজিক ও সান টিভি-র এফএম চ্যানেলগুলির মালিক কালনিথি মারানের কন্যা তিনি। ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের, ম্যাচ চলাকালীন প্রথমবার ক্যামেরার ফোকাসে ছিলেন তিনি। রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ার আলোচনার বিষয় হয়ে যান কাব্য। অনেকেই ভেবেছিলেন তিনি কোনও ফ্যান। যদিও পরে তাঁর পরিচয় জানা যায়। আইপিএল নিলামের হাত ধরে কাব্য ইন্টারনেটে ঝড় তুলে দিয়েছেন। তাঁর বুদ্ধিমত্তা ও সৌন্দর্য আলাদাই কথা বলে। ২০১৮ সালে কাব্য় নিযুক্ত হয়েছিলেন ‘অরেঞ্জ আর্মি’র সিইও হিসেবে। ব্যক্তিগত জীবনকে একেবারে ব্যক্তিগত রাখার শিল্প জানা আছে তাঁর। কাব্য নেই কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও। একেবারে লাইমলাইটে আসতে পছন্দ করেন না। কাব্য়র পছন্দের মানুষটি কে বা কী তাঁর রিলেশনশিপ স্ট্যাটাস, আজও সকলের অজানা। ৩২ বছরের কাব্য চেন্নাইয়ের স্টেলা মারিস কলেজ থেকে কমার্সে ডিগ্রি অর্জন করেছেন। এরপর ব্রিটিনের ওয়ারউইক বিজনেস স্কুল থেকে এমবিএ পাশ করেন।  কাব্যর আনুমানিক সম্পত্তির পরিমাণ ৪০৯ কোটি টাকা বলেই জানা গিয়েছে।  

আরও পড়ুন: Sourav Ganguly: বাড়ি থেকেই চুরি লক্ষাধিক টাকার ফোন, মহাবিপাকে উদ্বিগ্ন মহারাজ! চিঠি দিলেন থানায়

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp)