Mosquito Tornado: নদীর উপর ‘মশার টর্নেডো’, পাক খেয়ে-খেয়ে উড়ে যাচ্ছে! পুণের ভিডিয়োয় আঁতকে উঠল সবাই

টর্নেডোর মতো পাক খেয়ে-খেয়ে উড়ে যাচ্ছে মশা (সেটাই দাবি)। ফানেলের মতো আকৃতিতে কত যে মশা ছিল, তার কোনও ইয়ত্তা নেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল এমনই একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)। যে ভিডিয়োটি পুণের কেশবনগর এবং খরাডি এলাকার বলে দাবি করেছেন নেটিজেনদের একাংশ। তাঁদের দাবি, মুঠা নদীর উপর দিয়ে ওই ‘মশার টর্নেডো’ এগিয়ে যাচ্ছিল। যে কাণ্ড দেখে হতবাক হয়ে গিয়েছেন সকলে। অতীতে রাশিয়ার মতো দেশে এরকম ‘মশার টর্নেডো’-র দৃশ্য দেখা গিয়েছিল। সাধারণত ভরা বৃষ্টির মরশুমে সেই ঘটনা ঘটে বলে দাবি করেছেন একাংশ। যদিও পুণের ঘটনা নিয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে, নদীর উপর দিয়ে টর্নেডোর ফানেলের মতো পাক খেয়ে-খেয়ে কিছু একটা উড়ে যাচ্ছে। নেটিজেনদের দাবি, আদতে মশার দঙ্গল উড়ে যাচ্ছিল। যা দেখে একেবারে গা ঘিনঘিন করে উঠবে। আর সেই ‘মশার টর্নেডো’-র মধ্যে কেউ পড়ে গেলে তাঁর কী অবস্থা হবে, সেটা ভেবেই হতবাক হয়ে উঠেছেন নেটিজেনরা। রীতিমতো আঁতকে ওঠেন তাঁরা। তারইমধ্যে এক নেটিজেন বলেন, ‘এটা দেখেই মশা মারার ব্যাট ঘোরানোর প্রবল ইচ্ছা করছে।’

এক নেটিজেন আবার জানতে চান যে এটা কেন হয়? সেটার জবাবে এক নেটিজেন দাবি করেন, নদীতে নোংরা ফেলে থাকে পুরনিগম। নদীর জলে দূষণের মাত্রা বাড়ছে। সেই পরিস্থিতিতে নদীর জলের উপরিভাগে মশার প্রচুর লার্ভা থাকে। জন্মায় প্রচুর মশা। তারই পরিণতি হিসেবে এরকম হয়েছে বলে দাবি করেন ওই নেটিজেন। তাঁর দাবি, ‘মশার টর্নেডো’ দেখে হয়ত হাসি পাচ্ছে, মজা হচ্ছে। কিন্তু সেই ‘মশার টর্নেডো’-র ফলে যে কত রোগ ছড়াতে পারে, সেটা ভেবেই আতঙ্ক লাগছে।

আরও পড়ুন: Child Birth Bonus: সন্তান জন্ম নিলেই পাবেন ৬২ লক্ষ টাকা, অফার দিচ্ছে এই দেশের কোম্পানি

একাধিক রিপোর্ট অনুযায়ী, অতীতে রাশিয়া, মধ্য আমেরিকার কয়েকটি জায়গায় এই ধরনের ‘মশার টর্নেডো’ দেখা গিয়েছে। তবে সেটি একেবারে নির্দিষ্ট আবহাওয়ায় নির্দিষ্ট পরিস্থিতিতে তৈরি হয় বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। যে আবহাওয়া মশার বংশবৃদ্ধির জন্য উপযুক্ত। সেই পরিস্থিতিতে পুণেতে ওরকম মশাল দঙ্গল দেখে আতঙ্কে পড়ে গিয়েছেন নেটিজেনরা। আগামীতে কী হবে, সেটা ভেবেই আঁতকে উঠছেন তাঁরা। যদিও বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে আপাতত কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: Baby care tips: মশার কামড়ে ক্ষতি হতে পারে শিশুর, এই সময়ে খুদেকে নিরাপদে রাখবেন কী করে