Sports Highlights: সৌরভের বাড়িতে চুরি, বিস্ফোরক মনোজ, ইস্টবেঙ্গলের হার, জিতল মোহনবাগান, খেলার দুনিয়ার সারাদিন

<p><strong>কলকাতা: </strong>সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি থেকে চুরি। রঞ্জি ট্রফিতে কোণঠাসা বাংলা। আইএসএলে জিতল মোহনবাগান সুপার জায়ান্ট। হার ইস্টবেঙ্গল এফসি-র। খেলার দুনিয়ার সারাদিন।</p>
<p><strong>গঙ্গোপাধ্যায় বাড়িতে চুরি</strong></p>
<p>ফোন খোয়া গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। এবং তা বাড়ি থেকেই!</p>
<p>ফোনটির দাম লক্ষাধিক টাকা। সৌরভ গঙ্গোপাধ্যায় ঠাকুরপুকুর থানায় অভিযোগও দায়ের করলেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে, ফোনটি চুরি গিয়েছে বলেই মনে করছেন জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক। কারণ, সেটি বাড়িতেই ছিল।</p>
<p>বেহালায় গঙ্গোপাধ্যায় বাড়িতে খোঁজ নিয়ে জানা গেল, সৌরভ শহরের বাইরে গিয়েছিলেন। কলকাতায় ফেরার পর ফোনটি ব্যাগ থেকে বার করে রেখেছিলেন। তারপরই সেটি খোয়া যায়। ফোন চুরির নেপথ্যে কার হাত থাকতে পারে, নির্দিষ্ট কারও নামে অভিযোগ না উঠলেও জানা গেল, সেই সময় গঙ্গোপাধ্যায় বাড়িতে রংয়ের কাজ চলছিল। রঙ মিস্ত্রীরা বাড়িতে যাতায়াত করছিলেন। তাঁদের মধ্যে কেউ ফোনটি নিয়েছেন কি না, খতিয়ে দেখা হচ্ছে।</p>
<p>পুলিশে অভিযোগও জানানো হয়েছে। শুক্রবার, ৯ ফেব্রুয়ারি ঠাকুরপুকুর থানায় জেনারেল ডায়েরি করেছেন সৌরভ। তবে পুলিশ এখনও কোনও পদক্ষেপ নেয়নি বলেই খবর। রংমিস্ত্রীদের ডেকে জিজ্ঞাসাবাদের কথা ভাবা হচ্ছে। তাতে যদি কোনও হদিশ মেলে।</p>
<p><strong>মনোজের তোপ</strong></p>
<p>হতাশ। কোণঠাসা। কিংকর্তব্যবিমূঢ়। শনিবার সন্ধ্যার বাংলার অধিনায়কের মানসিক অবস্থা বোঝানোর জন্য কোনও বিশেষণই হয়তো যথেষ্ট নয়।</p>
<p>তিরুঅনন্তপুরমে চলছে বাংলা বনাম কেরল (Bengal vs Kerala) রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচ। বাংলার কাছে যে ম্যাচ মরণ-বাঁচন। কোয়ার্টার ফাইনালে যাওয়ার সামান্যতম আশা জিইয়ে রাখতে জিততেই হবে বাংলাকে। আর সেই ম্যাচে কি না পরাজয়ের আতঙ্ক বাংলা শিবিরেই! কেরলের ৩৬৩ রানের জবাবে প্রথম ইনিংসে ম্যাচের দ্বিতীয় দিনের শেষে বাংলার স্কোর ১৭২/৮। এখনও ১৯১ রানে পিছিয়ে বাংলা। জয় তো দূর অস্ত, কেরলের বোনাস পয়েন্ট আটকানোই কঠিন হবে বাংলার কাছে।</p>
<p>আর এই পরিস্থিতিতে শনিবার সন্ধ্যায় শোরগোল ফেলে দিল মনোজ তিওয়ারির একটি পোস্ট। ইনস্টাগ্রামে মনোজ লিখেছেন, ‘পরের মরশুম থেকে&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/ranji-trophy" data-type="interlinkingkeywords">রঞ্জি ট্রফি</a>&nbsp;তুলে দেওয়া উচিত। এত কিছু ভুল হচ্ছে এই টুর্নামেন্টে। এই টুর্নামেন্টের এত সমৃদ্ধ পরম্পরা, একে বাঁচানোর জন্য এখনই কিছু করা উচিত। গুরুত্ব ও আনন্দ হারাচ্ছে এই টুর্নামেন্ট। প্রচণ্ড হতাশ।'</p>
<p><strong>লাল-হলুদে আঁধার</strong></p>
<p>লড়াই করেও হার মানতে হল লাল-হলুদ বাহিনিকে।&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/isl" data-type="interlinkingkeywords">আইএসএল</a>ের দ্বিতীয় লেগের (ISL Second Leg) প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/atk-mohun-bagan" data-type="interlinkingkeywords">মোহনবাগান</a>&nbsp;সুপার জায়ান্টের সঙ্গে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে ফের মুখ থুবড়ে পড়তে হল <a title="ইস্টবেঙ্গল" href="https://bengali.abplive.com/topic/east-bengal" data-type="interlinkingkeywords">ইস্টবেঙ্গল</a>কে (East Bengal FC)। নির্ধারিত সময়ের শেষে ২-৩ গোলের ব্যবধানে এই ম্যাচ জিতে নিল নর্থ ইস্ট ইউনাইটেড। ঘরের মাঠে যে দলকে পাঁচ গোলে হারিয়েছিল লাল-হলুদ জার্সিধারীরা।</p>
<p><strong>আলোয় সবুজ-মেরুন</strong></p>
<p>দুই অর্ধে অসংখ্য গোলের সুযোগ নষ্ট। তার পরেও <a title="আইএসএল" href="https://bengali.abplive.com/topic/isl" data-type="interlinkingkeywords">আইএসএল</a>ে ঘুরে দাঁড়াল <a title="মোহনবাগান" href="https://bengali.abplive.com/topic/atk-mohun-bagan" data-type="interlinkingkeywords">মোহনবাগান</a> সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দরাবাদ এফসি-কে ২-০ গোলে হারাল সবুজ-মেরুন বাহিনি।</p>
<p><strong>আজ বিশ্বকাপের ফাইনাল</strong></p>
<p>অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে রবিবার ফাইনালে খেলতে নামবে <a href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a> (Indian Cricket Team)। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেমিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল উদয় সহরণের দল। অন্য়দিকে পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে অজি শিবির। এখনও পর্যন্ত টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক পাঁচবার এই খেতাব জিতেছে ভারত। এবার জিতলে সংখ্যাটা হাফ ডজন হবে। টুর্নামেন্টে কোনও ম্য়াচ এখনও পর্যন্ত না হারা ভারতই কিন্তু রবিবার ম্য়াচে ফেভারিট হিসেবে মাঠে নামতে চলেছে।</p>