Suvendu on Dev: ওর ED – CBIএর ব্যাপারটা কিন্তু মেটেনি, দেবকে মনে করালেন শুভেন্দু – His ED

তৃণমূলের টিকিটে ফের লোকসভা নির্বাচনের প্রার্থী হতে রাজি হতেই দেবকে কার্যত হুমকি দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রবিবার সন্ধ্যায় নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে সন্দেশখালির প্রতিবাদীদের সমর্থনে মিছিল শেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ইডি অফিস আর সিবিআই অফিসের বিষয়টা কিন্তু মিটে যায়নি।’

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘দেবকে সিবিআই ডেকেছিল। নিজাম প্যালেসে গেছিল। দেবকে ইডি ডেকেছিল। এনামুলের সঙ্গে লিংক আছে বলে। সাংবাদিকদের লুকিয়ে পিছনের দরজা দিয়ে দিল্লিতে ইডি অফিসে গেছিল। ইডি অফিস আর সিবিআই অফিসের বিষয়টা কিন্তু মিটে যায়নি। চোর তৃণমূলের কী মিটেছে সেটা আমার ভাবার বিষয় নয়। সাফ করব আমরা’।

আরও পড়ুন: রাজ্যসভায় যাঁরা স্থান পেলেন না তাঁরা কি লোকসভার তাস?‌ মুখ খুললেন শান্তনু সেন

প্রশ্ন উঠছে, তবে কি তৃণমূলের প্রার্থী হওয়ায় দেবের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বাড়তে চলেছে? দেবের বিরুদ্ধে অভিযোগ, কয়লা পাচারে অভিযুক্ত এনামুল হকের থেকে ৫ কোটি টাকা নিয়ে একটি চলচ্চিত্র প্রযোজনা করেন তিনি। ওদিকে গত কয়েকদিন ধরে দেব ফের লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন কি না তা নিয়ে জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। জল্পনায় ইন্ধন যুগিয়েছিলেন দেব নিজেই। এরই মধ্যে ভাইরাল এক অডিয়ো ক্লিপে শোনা যায় ঘাটাল তৃণমূলের চেয়ারম্যান শংকর দলুই এক ব্যক্তিকে বলছেন, ৩০ শতাংশ কাটমানি না দিলে দেব সাংসদ তহবিলের প্রকল্পের কাজ করান না। এসব নিয়ে ডামাডোলের মধ্যেই শনিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় ১ ঘণ্টা বৈঠক করেন দেব। সেখান থেকে বেরিয়ে সোজা যান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। বেরিয়ে দেব বলেন, আমি রাজনীতিকে ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না।

আরও পড়ুন: ‘গদ্দার হঠাও…’, রাজীবকে ধর্না মঞ্চে দেখেই নাগাড়ে স্লোগান, কড়া পদক্ষেপ বক্সীর

এর পরই রবিবার দুপুরে নাটকীয় ভাবে ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যানের পদ থেকে শংকর দলুইকে সরিয়ে দেয় তৃণমূল। এর পরই স্পষ্ট হয়ে যায় ছবিটা।

তবে দেব তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিতে তাঁকে নিয়ে আশায় বুক বাঁধছিলেন একদল বিজেপি নেতা। এমনকী দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ‘দেব অসৎসঙ্গে পড়েছে’ বলতে শোনা যায়। শনিবার সেই আশায় জল পড়তে এবার দেবকে ২ লক্ষ ভোটে হারানোর চ্যালেঞ্চ ছুড়লেন শুভেন্দু।