Additional stoppages for HS Exam 2024: উচ্চমাধ্যমিকের জন্য বাড়তি স্টপেজ দেবে শিয়ালদা ডিভিশনের ২১ ট্রেন! রইল টাইমটেবিল

মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতেও শিয়ালদা ডিভিশনের একাধিক ট্রেনে বাড়তি স্টপেজ দেওয়া হবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারি, ১৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ২১ ফেব্রুয়ারি, ২২ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি, ২৮ ফেব্রুয়ারি এবং ২৯ ফেব্রুয়ারি শিয়ালদা-রানাঘাট-কৃষ্ণনগর শাখা এবং বারাসত-বনগাঁ শাখায় একাধিক স্টেশনে বাড়তি স্টপেজ দেওয়া হবে ২১টি ট্রেনের। কোন কোন ট্রেন কোন সময় কোন স্টেশনে বাড়তি স্টপেজ দেবে, সেই তালিকা দেখে নিন –

১) ৩১৮১৫ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল: সকাল ৮ টা ২২ মিনিটে জালালখালি স্টেশনে স্টপেজ দেওয়া হবে।

২) ৩১৮১৯ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল: সকাল ৮ টা ২২ মিনিটে পলতা, সকাল ৮ টা ২৯ মিনিটে জগদ্দল এবং সকাল ৮ টা ৪২ মিনিটে কাঁকিনাড়া স্টেশনে দাঁড়াবে।

৩) ৩১১১১ শিয়ালদা-কাটোয়া লোকাল: সকাল ৮ টা ৫৬ মিনিটে জগদ্দল এবং ৮ টা ৫৮ মিনিটে কাঁকিনাড়ায় দাঁড়াবে।

৪) ৩৩৮১৯ শিয়ালদা-বনগাঁ লোকাল: সকাল ৯ টা ১ মিনিটে বিভূতিভূষণ হল্ট স্টেশনে দাঁড়াবে।

৫) ৩৩৩৬৩ বারাসত-বনগাঁ লোকাল: সকাল ৯ টা ৬ মিনিটে সংহতি হল্ট এবং সকাল ৯ টা ২৯ মিনিটে বিভূতিভূষণ হল্ট স্টেশনে দাঁড়াবে।

৬) ৩১৮২৫ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল: দুপুর ১ টা ৫ মিনিটে জালালখালি স্টেশনে দাঁড়াবে।

৭) ০৩১৮৩ শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার: দুপুর ১ টা ১৩ মিনিটে পলতা, দুপুর ১ টা ২০ মিনিটে জগদ্দল, দুপুর ১ টা ২৮ মিনিটে কাঁকিনাড়া এবং দুপুর ২ টো ১৪ মিনিটে পায়রাডাঙা স্টেশনে দাঁড়াবে।

৮) ৩১৭৬৯ রানাঘাট-লালগোলা: দুপুর ১ টা ৩৮ মিনিটে জালালখালি স্টেশনে দাঁড়াবে।

৯) ৩১৫২৩ শিয়ালদা-শান্তিপুর লোকাল: দুপুর ১ টা ৪৭ মিনিটে জগদ্দল স্টেশনে দাঁড়াবে।

১০) ৩১৮২৭ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল: দুপুর ২ টো ১৭ মিনিটে জালালখালি স্টেশনে দাঁড়াবে।

১১) ০৩১৪০ রানাঘাট-শিয়ালদা মেমু স্পেশাল: সকাল ৮ টা ১৫ মিনিটে কাঁকিনাড়া, সকাল ৮ টা ১৭ মিনিটে জগদ্দল এবং সকাল ৮ টা ২৫ মিনিটে পলতায় দাঁড়াবে।

আরও পড়ুন: HS 2024: নির্দেশিকায় বদল, সন্তান উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী হলেও ছুটি পাবেন শিক্ষক-শিক্ষিকারা

১২) ৩১৮১৮ কৃষ্ণনগর সিটি জংশন-শিয়ালদা লোকাল: সকাল ৮ টা ২৪ মিনিটে জগদ্দল এবং সকাল ৮ টা ৩৪ মিনিটে পলতা স্টেশনে দাঁড়াবে।

১৩) ৩১৮০২ কৃষ্ণনগর সিটি জংশন-শিয়ালদা মাতৃভূমি লোকাল: সকাল ৮ টা ৪৪ মিনিটে জালালখালি স্টেশনে দাঁড়াবে।

১৪) ৩১৯১৬ গেদে-শিয়ালদা লোকাল ট্রেন: সকাল ৮ টা ৫৬ মিনিটে কাঁকিনাড়া এবং সকাল ৮ টা ৫৯ মিনিটে জগদ্দল স্টেশনে দাঁড়াবে।

১৫) ৩১৮২০ কৃষ্ণনগর সিটি জংশন-শিয়ালদা লোকাল: সকাল ৯ টা ৪ মিনিটে জালালখালি স্টেশনে দাঁড়াবে।

১৬) ০৩১১৬ লালগোলা-শিয়ালদা মেমু প্যাসেঞ্জার স্পেশাল: সকাল ৯ টা ৭ মিনিটে কাঁকিনাড়া, সকাল ৯ টা ৯ মিনিটে জগদ্দল এবং সকাল ৯ টা ১৬ মিনিটে পলতা স্টেশনে দাঁড়াবে।

১৭) ৩৩৩৬২ বনগাঁ-বারাসত লোকাল ট্রেন: সকাল ৯ টা ৩৩ মিনিটে বিভূতিভূষণ হল্ট স্টেশনে দাঁড়াবে।

১৮) ৩১৮২৪ কৃষ্ণনগর সিটি জংশন-শিয়ালদা লোকাল ট্রেন: দুপুর ১ টা ২৩ মিনিটে জালালখালি স্টেশনে দাঁড়াবে।

১৯) ০৩১৯০ লালগোলা-শিয়ালদা স্পেশাল: দুপুর ১ টা ২২ মিনিটে পায়রাডাঙা, দুপুর ২ টো ৮ মিনিটে কাঁকিনাড়া, দুপুর ২ টো ১০ মিনিটে জগদ্দল এবং দুপুর ২ টো ২১ মিনিটে পলতা স্টেশনে দাঁড়াবে।

২০) ৩৩৮৩৬ বনগাঁ-শিয়ালদা লোকাল ট্রেন: দুপুর ২ টো ১৮ মিনিটে বিভূতিভূষণ হল্ট স্টেশনে দাঁড়াবে।

২১) ৩১৮২৮ কৃষ্ণনগর সিটি জংশন-শিয়ালদা লোকাল ট্রেন: দুপুর ২ টো ১৯ মিনিটে জালালখালি স্টেশনে দাঁড়াবে।

আরও পড়ুন: Special Kolkata metro for board exam: স্পেশাল মেট্রো চলবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার জন্য! কখন? রইল টাইমটেবিল