DPDP Act 2023: ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবে ভারতের ডেটা সুরক্ষা আইন, প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

ভবিষ্যত প্রজন্মকে সুরক্ষিত করবে ভারতের তথ্য সুরক্ষা আইন। ২০২৩ সালের ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা (ডিপিডিপি) আইন উজ্জ্বল ভবিষ্যত গড়ার লক্ষ্যে যুবক যুবতীদের হাতিয়ার হয়ে হয়ে পাশে দাঁড়াবে। লোকসভায় নির্বাচনের আগে শেষ সংসদীয় ভাষণে এমনটাই জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী এদিন বলেছিলেন, ‘একবিংশ শতাব্দীতে, আমাদের মৌলিক চাহিদা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে। গতকাল পর্যন্ত যার কোন মূল্য ছিল না তা এখন তথ্যের মত অমূল্য হয়ে গেছে। সারা বিশ্ব ডেটার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। তথ্য সুরক্ষা বিল এনে আমরা আগামী প্রজন্মকে রক্ষা করেছি। আমরা আগামী প্রজন্মকে একটি হাতিয়ার দিয়েছি যার ভিত্তিতে তারা তাদের ভবিষ্যত গড়ার জন্য এটিকে ভালভাবে ব্যবহার করতে পারবে। বিশ্বব্যাপী, মানুষ ভারতের ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা আইনে আগ্রহী।’

মোদী আরও জানান, সারা বিশ্বের দেশগুলো ডিপিডিপি আইনকে সম্মান করে। এ আইনটিতে কীভাবে ডেটা ব্যবহার করা উচিত তার নির্দেশিকাও রয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতও ডেটার সম্ভাবনাকে সম্পূর্ণরূপে কাজে লাগাতে প্রস্তুত – এই বিশেষ অংশটি অনেকটা ওই সোনার খনির সমান। ভারতের কাছে যে ধরনের তথ্য রয়েছে, ভারতে যে ডেটা তৈরি হয় – কেউ যদি ভারতের রেল যাত্রীদের ডেটা দেখেন, তা বিশ্বের জন্য গবেষণার বিষয় হয়ে উঠবে। আর ভারত ডেটার এই ক্ষমতাকেই স্বীকৃতি দিয়েছে এবং তাই এই নতুন আইন নিয়ে এসেছে।

উল্লেখ্য, গত বছরের অগস্টে, ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য ডিপিডিপি আইনের কথা বলা হয়েছিল। এছাড়াও ২০১৭ সালে সুপ্রিম কোর্ট ভারতীয় নাগরিকদের জন্য মৌলিক অধিকার হিসাবে গোপনীয়তার অধিকারকে বজায় রাখার জন্য আইনগত ভাবে এটি প্রণয়ন করার কথা উঠেছিল। যদিও তা এখনও কার্যকর করা হয়নি। আইনটির বাস্তবায়ন ২৫ ধরনের নিয়মের উপর নির্ভরশীল যা এখনও জনসাধারণের পরামর্শের জন্য প্রকাশ করা হয়নি।

এছাড়াও এদিন সমুদ্র, মহাকাশ এবং সাইবারে সক্ষমতা বিকাশের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন, ‘জমি, বায়ু এবং জলের কথা বহু শতাব্দী ধরে বলা হচ্ছে। কিন্তু এখন, বিশ্ব যে ধরণের বিপদের মধ্য দিয়ে যাচ্ছে এবং যে ধরণের চিন্তাভাবনা অর্জনের চেষ্টা করছে তার প্রেক্ষিতে সমুদ্র শক্তি, মহাকাশশক্তি এবং সাইবার শক্তির বিকাশ করতে হবে। ইতিবাচক ক্ষমতা এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা বিকাশ করতে হবে। এর জন্য মহাকাশ সংস্কার শক্তি বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং ইতিমধ্যেই আমরা সেক্ষেত্রে অনেক সুদূরপ্রসারী কাজ করেছি।’