Saurabh Tiwary Announces Retirement From Professional Cricket Part Of U19 World Cup-Winning Team 2008 Virat Kohli Ranji Trophy

নয়াদিল্লি: ১৫ ফেব্রুয়ারি মরশুমের শেষ রঞ্জি ট্রফি ম্য়াচে খেলতে নামবে ঝাড়খণ্ড ক্রিকেট দল। সেই ম্যাচ শেষেই সৌরভ তিওয়ারির (Saurabh Tiwary) পেশাদার ক্রিকেট কেরিয়ারের সমাপ্তি ঘটতে চলেছে। তরুণদের জন্য জায়গা ছেড়ে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ৩৪ বছর বয়সি বাঁ-হাতি ব্যাটার।

২০০৬-০৭ সালে টিনএজেই নিজের রঞ্জি অভিষেক ঘটান সৌরভ। ২০০৮ সালে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে বিশ্বকাপ জেতেন সৌরভ। ২০১১০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে ৪১৯ রান করেন তিনি। দুরন্ত ফর্মের সুবাদে ওই বছরই জাতীয় দলেও ডাক পান সৌরভ। দেশের জার্সিতে তিনটি ওয়ান ডে খেললেও কোনদিন নিজের জায়গা পাকা করতে পারেননি সৌরভ। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি ১১৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪৭.৫১ গড়ে ৮০৩০ রান করেছেন। ১৭ বছরের বর্ণময় কেরিয়ারে তাঁর দখলে ২২টি শতরান ও ৩৪টি অর্ধশতরান করার কৃতিত্ব রয়েছে। তবে আর নয়।

সোমবার নিজের অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করে এক সাংবাদিক সম্মেলনে সৌরভ বলেন, ‘আমার স্কুল শুরুরও আগে যে সফরের শুরু হয়েছিল, তাকে বিদায় জানানোটা খুবই কঠিন। তবে এই সিদ্ধান্ত নেওয়ার এটাই সঠিক সময় বলেও আমার মনে হয়। আমার মতে যদি কেউ আইপিএল বা জাতীয় দলের পরিকল্পনায় না থাকে, তাহলে তরুণ ক্রিকেটারদের জন্য রাজ্যের দলে জায়গা ছেড়ে দেওয়াটাই শ্রেয়। আমাদের টেস্ট দলে তো অনেক তরুণ ক্রিকেটার সুযোগ পাচ্ছে। সেই কথা মাথায় রেখেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’ 

ধোনির সাত নম্বর জার্সির রহস্য

ভারতীয় ক্রিকেটের সাত নম্বর জার্সি ইতিহাসের পাতায় নিজের জায়গা করে নিয়েছে। এই সাত নম্বর জার্সি পরেই দীর্ঘদিন ধরে ক্রিকেটের মঞ্চ মাতিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। কেউ নিজের জন্মদিন, কেউ নিজের পছন্দের নম্বর আবার কেউ স্রেফ লাকি মনে করেই নিজেদের জার্সি নম্বর নির্বাচন করেন। ধোনির কী কারণে জার্সি নম্বর হিসাবে সাত বেছে নিয়েছিলেন জানালেন কিংবদন্তি ক্রিকেটার নিজেই।

ধোনিকে সম্প্রতি এক ইভেন্টে তাঁর জার্সি নম্বর বাছাই করা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এই দিনেই আমার জন্ম। আমার জন্মও বছরের সপ্তম মাসে। আবার আমার জন্ম সাল ১৯৮১। সেই পরিপ্রেক্ষিতে ৮-১ করলেও সাত হয়। তাই এই নম্বরটি বাছাই করে নিতে আমার খুব একটা ভাবনাচিন্তা করতে হয়নি। আমায় যখন আমার পছন্দের জার্সি নম্বর জানতে চাওয়া হয়, তখন তাই এই নম্বরটিকেই আমি বেছে নিই।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: মাঠের মাঝেই পড়ল বাজ, ইন্দোনেশিয়ায় মৃত ফুটবলার