TMC Fractional Clash: রেড রোডে TMCর ধরনা মঞ্চেও গোষ্ঠীকোন্দল, কর্মসূচিই বাতিল করে দিলেন সুব্রত বক্সি

এবার রেড রেডে তৃণমূলের ধরনা মঞ্চের কর্মসূচি পণ্ড হয়ে গেল দলেরই গোষ্ঠীকোন্দলের জেরে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল যে মঞ্চ থেকে হাওড়ার তৃণমূলের নেতাদের কার্যত তাড়িয়ে দিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তাঁকে বলতে শোনা গেল, এটা গুন্ডামির জায়গা নয়।

আরও পড়ুন: এবার রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন, সন্দেশখালি নিয়ে অস্বস্তি আরও বাড়ল রাজ্যের

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে তৃণমূলের ধরনায় রবিবার হাওড়া জেলার তৃণমূলের কর্মসূচি ছিল। হাওড়া জেলার দলের ২টি সাংগঠনিক জেলাকে কর্মসূচির জন্য আলাদা আদালা সময় দেওয়া হয়। সকাল থেকে মঞ্চে ছিলেন হাওড়া শহর তৃণমূলের নেতারা। মন্ত্রী অরূপ রায়ের অনুগামীদের দখলে ছিল মঞ্চ। বেলা ৩টে থেকে শুরু হওয়ার কথা ছিল হাওড়া গ্রামীণের কর্মসূচি। সেই মতো তৃণমূল নেতা পুলক রায়ের নেতৃত্বে বিশাল মিছিল ধরনা মঞ্চে পৌঁছয়। কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও হাওড়া শহর তৃণমূলের নেতারা মঞ্চ থেকে নামেননি। কিছুক্ষণ অপেক্ষা করার পর পুলক রায়ের নেতৃত্বে হাওড়া গ্রামীণ তৃণমূলের নেতারা মঞ্চে উঠে পড়েন। যার জেরে মঞ্চে তুমুল বিশৃঙ্খলা শুরু হয়। ধাক্কাধাক্কিতে মঞ্চে উঠতে পারেননি তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ এই পরিস্থিতি চলার পর আসরে নামেন সুব্রত বক্সি। তিনি বলেন, হাওড়ার নেতারা এক্ষুণি মঞ্চ থেকে নেমে যান। এটা গুন্ডামি করার জায়গা নয়। আপনাদের ছাড়াই ধরনা চলবে।

আরও পড়ুন: নিখোঁজ TMC নেতা শিবুর অভিযোগে প্রাক্তন CPIM বিধায়ক নিরাপদকে গ্রেফতার করল পুলিশ

রাজ্য সভাপতির নির্দেশে মঞ্চ ছাড়েন তৃণমূল নেতারা। এর পর এদিনের মতো হাওড়া জেলার কর্মসূচি বাতিল বলে ঘোষণা করেন সুব্রত বক্সি। তার বদলে রাজ্য নেতৃত্বই ধরনা কর্মসূচি চালিয়ে নিয়ে যাবে বলে জানান তিনি।

হাওড়া জেলা তৃণমূলে অরূপ রায়ের সঙ্গে পুলক রায়ের কোন্দল নতুন কিছু নয়। জেলায় তৃণমূল এই দুই নেতাকে কেন্দ্র করে কার্যত আড়াআড়ি বিভক্ত। তবে সেই কোন্দলের ছবি যে রেড রোডে রাজ্য নেতৃত্বের সামনেও দেখা যাবে তা প্রত্যাশা করা যায়নি। তৃণমূলের মঞ্চে প্রকাশ্যে গোষ্ঠীকোন্দলকে কটাক্ষ করে বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলেন, তৃণমূল একটা বিশৃঙ্খল দল। এদের দল বলাও ঠিক নয়। এদের না আছে কোনও নীতি – আদর্শ, না আছে কোনও শৃঙ্খলা। এদের একটাই নীতি, সাধারণ মানুষের টাকা চুরি করে পকেট ভরাও।