ফেব্রুয়ারি মাসেই অমিত শাহের বাংলা সফর, বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিজেপি

আবার ডেইলি প্যাসেঞ্জারি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবার বাংলায় আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নভেম্বর মাস ও ডিসেম্বর মাসে বাংলায় ঘুরে গিয়েছেন অমিত শাহ। এবার আসছেন ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখ। এই তারিখ বলা হচ্ছে কর্মসূচির জন্য। আসলে পা রাখবেন ২৮ ফেব্রুয়ারি রাতে বলে সূত্রের খবর। আগামী ২৯ ফেব্রুয়ারি অমিত শাহ যাবেন মায়াপুরের ইসকন মন্দিরে। গোটা জানুয়ারি মাস জুড়েই বিজেপি রামনামের উপরে ছিল। এবার কৃষ্ণ নামের উপর থাকতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে মায়াপুরে মন্দির দর্শন করার পর রানাঘাট–সহ বেশ কয়েকটি লোকসভার নেতাদের সঙ্গে বৈঠক করবেন। কলকাতায় ফিরেও দলীয় বৈঠক করবেন শাহ বলে সূত্রের খবর। উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় কোনও প্রকাশ্য সমাবেশ করবেন না। এই বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এখনও পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি নিয়ে কিছুই নিশ্চিত করেননি। তাঁর কথায়, ‘‌কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি নিয়ে এখনই কিছু জানা সম্ভব নয়। তবে ফেব্রুয়ারি মাসের শেষে তিনি বাংলায় থাকবেন বলেই কথা দিয়েছেন।’‌ কৃষ্ণনগরের সভা হবে কিনা সেটা এখনও চূড়ান্ত হয়নি। তবে অমিত শাহ এসে বঙ্গ–বিজেপির নেতাদের জানিয়ে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ–সফরের সূচি।

অন্যদিকে অমিত শাহের ইস্কন সফর এটাই প্রথম নয়। একুশের বিধানসভা নির্বাচনের সময়ও মায়াপুরের এই মন্দিরে এসেছিলেন তিনি। অনেকটা সময় মন্দিরে কাটিয়ে তার পর ফিরেছিলেন। ২০২৩ সালের জানুয়ারি মাসে ইস্কন মন্দিরে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। এখানে আবার যাওয়ার কথা শাহের। বিস্তর বিতর্কের মাঝে কদিন আগেই সিএএ নিয়ে বড় আশ্বাস দেন অমিত শাহ। নয়াদিল্লিতে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের প্রাক্কালেই সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ কার্যকর হবে বলেই বড় দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর এই বাংলা সফরে আসা বেশ তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন:‌ ‘ওই দু’‌জনও গ্রেফতার হবে’‌, শাহজাহান–শিবপ্রসাদ নিয়ে বিস্ফোরক দাবি চিরঞ্জিতের

এছাড়া এবার লোকসভা নির্বাচনের লড়াইয়ের আগে একই পথে হাঁটতে চলেছে বিজেপি। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের সফরে এসে অমিত শাহ ও জেপি নড্ডা সাংগঠনিক বৈঠক করলেও দিন শুরু করেছিলেন উত্তর কলকাতার মহাত্মা গান্ধী রোডের গুরুদ্বার এবং দক্ষিণে কালীঘাট মন্দিরে পুজো দিয়েই। মতুয়া আবেগের পর এবার কৃষ্ণ আবেগে শান দেওয়াই লক্ষ্য শাহের। লোকসভা নির্বাচনের আগে বঙ্গ সফরে এসে অমিত শাহের ইসকনের মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ সিএএ নিয়ে প্রথম প্রতিবাদ করতে দেখা গিয়েছিল বাংলাকে। মার্চ মাসে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।