সান্ত্বনার জয়ে অস্ট্রেলিয়া ছাড়ছে ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ আর প্রায় চার মাস পর। ঘরের মাঠের আসরকে সামনে রেখে তাই প্রস্তুতি নিতে শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজে হতাশায় নিমজ্জিত হয়েছে প্রথম দুটি ম্যাচ হেরে। শেষ পর্যন্ত সান্ত্বনার জয় নিয়ে অস্ট্রেলিয়া ছাড়ছে ক্যারিবিয়ানরা।

মঙ্গলবার পার্থে দারুণ ব্যাটিংয়ের পর বল হাতে অস্ট্রেলিয়াকে ১৮৩ রানে আটকে দেয় ওয়েস্ট ইন্ডিজ। তারা লক্ষ্য দিয়েছিল ২২১ রানের।

শুরুটা কিন্তু মোটেও ভালো হয়নি উইন্ডিজের। ৭৯ রানে ৫ উইকেট হারায় তারা। ষষ্ঠ উইকেটে শেরফানে রাদারফোর্ড ও আন্দ্রে রাসেলের রেকর্ড জুটিতে ৬ উইকেটে ২২০ রানের চ্যালেঞ্জিং স্কোর করে সফরকারীরা। টি-টোয়েন্টিতে এই উইকেটে রেকর্ড ১৩৯ রানের জুটি গড়েন তারা, ভেঙে দেন টনি উরা ও নর্মান ভানুয়ার ১১৫ রানের রেকর্ড। 

রাসেল ২৯ বলে ৪ চার ও ৭ ছয়ে ৭১ রানের তাণ্ডব চালান। ৪০ বলে ৬৭ রানে অপরাজিত ছিলেন রাদারফোর্ড, পাঁচটি করে চার ও ছয় মারেন তিনি।

লক্ষ্যে নেমে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৬১ রান তোলে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার একপ্রান্ত আগলে রেখে দলের জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু ৪৯ বলে তিনি ৮১ রান করে ফিরতেই ছন্দ হারায় অজিরা।

তাতে করে রান রেট বাড়তে থাকে। শেষ দিকে টিম ডেভিডের ১৯ বলে ২ চার ও ৪ ছয়ে সাজানো ৪১ রানের ইনিংসে হারের ব্যবধান কমায় স্বাগতিকরা। 
রোস্টন চেজ ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট নেন। তার সঙ্গে আঁটসাঁট বোলিং করেন রোমারিও শেফার্ডও। 

আগের ইনিংসের সেঞ্চুরিয়ান গ্লেন ম্যাক্সওয়েল ১২ রানে থামেন।