দিল্লিতে রাজ্যপালের কনভয়ে ঢুকে পড়ল গাড়ি, শাহজাহানের হাত রয়েছে দাবি রাজভবনের

খাস দিল্লিতে রাজ্যপালের কনভয়ে হামলার অভিযোগ উঠল। সাউথ দিল্লিতে কনভয় মধ্যে বারবার ঢোকার চেষ্টা করে একটি গাড়ি। শেষ পর্যন্ত গাড়িটি ধাক্কা মারে অন্য একটি কনভয়ে। তবে নিরাপদে রাজ্যপালকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। রাজভবনের আশঙ্কা, সন্দেশখালি নিয়ে পদক্ষেপ নেওয়াতেই এই ঘটনা। 

সূত্রের খবর, একটি মিটিং সেরে ফিরছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই সময় একটি গাড়ি বারবার তাঁর কনভয়ে ঢোকার চেষ্টা করে। তা দেখা মাত্রই গাড়িটিকে আটকানোর চেষ্টা করে রাজ্যপালের নিরাপত্তারক্ষীরা। কিন্তু সেই বাধা এড়়িয়ে গাড়িটি ঢুকে গিয়ে কনভয়ে ধাক্কা মারে বলে অভিযোগ। রাজভবন সূত্রে জানা গিয়েছে। গাড়িটিকে আটক করেছে পুলিশ। 

পড়ুন। কেন সিঙ্গুর-নন্দীগ্রামের সঙ্গে সন্দেশখালির আন্দোলন এক নয়, ব্যাখ্যা করলেন কুণাল

তবে রাজভবনের সন্দেহ এই ঘটনায় শাহজাহানের লোকজন জড়িত রয়েছে।  কারণ, দিল্লি যাওয়ার আগেই রাজ্যপাল বোস সন্দেশখালি যান। সেখানে আন্দোলনরত গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন।সন্দেশখালির মানুষের সঙ্গে কথা বলার পর সংবাদমাধ্যমকে রাজ্যপাল বলেন, ‘এখানে প্রত্যেকে আমার বোন। তাঁদের সম্মান রক্ষার্থে যা করার, আমি তা-ই করব। আজ যে ছবি দেখলাম, তা আমাকে মর্মাহত করেছে। আইন আইনের পথে না চললে মানুষ বিপন্ন বোধ করেন।’

পড়ুন। জ্ঞান হওয়ার পর থেকে এসব শুনিনি, সন্দেশখালি নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

তারপর তিনি দিল্লি উড়ে যান। কী কারণে তিনি দিল্লি গিয়েছেন তা জানা না গেলেও মনে করা হচ্ছিল, সন্দেশখালির রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকে জমা দিতে পারেন তিনি। এরই মধ্যে রাজ্যপালের কনভয়ে হামলার অভিযোগ উঠল। 

হামলার পর নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় রাজ্যপালকে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজধানীতে। ঘটনাক তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। এলাকার লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।