Competency Test for the Teachers: পরীক্ষায় ফেল করলেও কি চাকরি থাকবে? বিহারে শিক্ষকদের স্বস্তি দিলেন শিক্ষামন্ত্রী

এবার বিহারে শিক্ষকদের নিয়ে বড় ঘোষণা করলেন  শিক্ষামন্ত্রী  বিজয় চৌধুরী। বিহারের পাটনায় শিক্ষকদের অনেকেই বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাঁদের মূলত যোগ্যতামান নির্ণয় করার জন্য় পরীক্ষায় বসার কথা বলা হয়েছিল। তারপরই তারা বিক্ষোভে বসেন। তবে বিহারের শিক্ষামন্ত্রী জানিয়েছেন,ওই ধরনের পরীক্ষায় যদি শিক্ষকরা ব্যর্থও হন তারপরেও তাঁদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে না।শিক্ষা দফতরের কমিটি এব্যাপারে তাদের সুপারিশ জানিয়েছে। এনিয়ে সরকারের তরফে কোনও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শিক্ষকদের ভয় পাওয়ার কিছু নেই। বিধানসভা চত্বরে সংবাদমাধ্যমের সামনে কথা বলার সময় একথা জানিয়েছেন মন্ত্রী।

এদিকে বিহার টিচার একতা মঞ্চের তরফে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। একাধিক জেলায় এনিয়ে প্রতিবাদ সভারও আয়োজন করা হয়েছিল। 

রাজ্য়ের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা এই কর্মসূচিতে অংশ নেন। তাদের দাবি সরকারি নির্দেশে বলা হয়েছিল যে চাকুরিরত শিক্ষকদের তখনই সরকারি চাকুরে হিসাবে ঘোষণা করা হবে যদি তাঁরা পরীক্ষায় পাস করতে পারেন। তার জন্য় তাদের তিনটি সুযোগ দেওয়া হবে। যদি তারা তিনবারই ফেল করেন তবে তাদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে। এদিকে এই সরকারি নির্দেশে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষকদের অনেকেই। এরপরই তারা বিধানসভা ঘেরাও কর্মসূচিতে অংশ নেন। শিক্ষকদের এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়। পুলিশ গিয়ে কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রীর এই ঘোষণায় কিছুটা হলেও স্বস্তি পেলেন আন্দোলনকারী শিক্ষকরা। তবে এবার তাদের ক্ষোভ কতটা প্রশমিত হয় সেটাই দেখার।