Is Heart Attack and Heart Failure same know different symptoms

কলকাতা: শীতকাল জুড়ে উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যায় ভোগেন অনেকে। চলতি মাসের ১১ থেকে ১৭ তারিখ হার্ট ফেলিওর অ্যাওয়ারনেস উইক। শীতকালে হার্ট অ্যাটাকের আশঙ্কাও অনেকটাই বেড়ে যায়। অনেকে বলেন, হার্ট ফেলিওরও হতে পারে। কিন্তু হার্ট অ্যাটাক ও হার্ট ফেলিওর কি এক জিনিস ? না কি দুটোর অর্থ আলাদা। আমরাই গুলিয়ে ফেলি? বিশদে জেনে নেওয়া যাক।

হার্ট অ্যাটাক কী ?

হার্টে বেশ কিছু ধমনি বা আর্টারি থাকে। এগুলি হার্টকে সচল রাখে। কিন্তু এর মধ্যে কোনও কারণে রক্ত পরিবহন বন্ধ হয়ে গেলে হার্টের পেশি অক্সিজেন পায় না। এর থেকেই হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাকে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলে। এতে পেশিগুলি অক্সিজেন না পেয়ে নিস্তেজ হয়ে পড়ে।

হার্ট ফেলিওর কী ?

এটি হার্টের নিজের সমস্যা। হার্ট যদি ঠিকমতো রক্ত পাম্প করতে না পারে, তখন হার্ট ফেলিওর হয়। হার্টের পেশির সমস্যার কারণে এটি হতে পারে। তবে এর পিছনে আরও বেশ কিছু কারণ থাকে। তাহলে হার্ট অ্যাটাক কোনটা, আর হার্ট ফেলিওর কোনটা তা বুঝব কী করে ? উপায় রয়েছে।  হার্ট অ্যাটাককে কনজেস্টিভ হার্ট ফেলিওর বলা হয়ে থাকে।

হার্ট অ্যাটাকে কী কী লক্ষণ দেখা যায় ?

  • হার্ট অ্যাটাকের মূল লক্ষণ বুকে ব্যথা বা অস্বস্তি হওয়া।
  • এর সঙ্গে হাত, বগল, কাঁধ, ঘাড়, চোয়ালেও ব্যথা বা অস্বস্তি হতে থাকে। কিছু ক্ষেত্রে এই সমস্যা পেটে ছড়িয়ে যেতে পারে।
  • শ্বাসকষ্টের সমস্যা হতে পারে।
  • এছাড়াও, কারও কারও খাবার গিলতে সমস্যা হয়।
  • অনেকে ঘন ঘন ক্লান্ত হয়ে পড়েন। টানা কাজ করতে পারেন না
  • মাথা হালকা লাগে। ঝিমুনি ভাব আসে মাঝে মাঝেই।

হার্ট ফেলিওরে কী কী লক্ষণ দেখা যায় ?

  • হার্ট ফেলিওরের আগে সাধারণভাবে শারীরিক দুর্বলতা দেখা দেয়।
  • এছাড়াও, শ্বাসকষ্টের সমস্যা হতে পারে।
  • ঘুম ঘুম পায় দিনের অধিকাংশ সময়ে। ক্লান্ত লাগে ভীষণ।
  • কোনও কাজে মনোসংযোগ করতে সমস্যা হয়। প্রায়ই মনোসংযোগ ব্যাহত হতে থাকে।
  • হাতের আঙুলের ডগা ও ঠোট কিছুটা নীল হয়ে আসে।
  • চিৎ হয়ে শুতে গেলে অসুবিধা হয়।

হার্ট অ্যাটাকের কিছু নির্দিষ্ট চিকিৎসা রয়েছে। কিন্তু হার্ট ফেলিওর পুরোটা সারিয়ে ফেলা সম্ভব হয় না। আংশিকভাবে সেই চেষ্টা করা হয়। জীবনযাপনে বদল আনাটাই এক্ষেত্রে প্রধান কাজ।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন – Ear Cleaning Tips: চাবি, কাঠি দিয়ে কান সাফ করেন ? পর্দার বিপদ, বিকল্প কী

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন