Ishan Kishan: | Ishan Kishan: বোর্ডের আসন্ন নোটিসের জের! অবশেষে মাঠে ফিরছেন ঈশান কিষাণ?

নয়াদিল্লি: মাত্র একদিন আগেই এক রিপোর্টে দাবি করা হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড এক নোটিস বের দিতে চলেছে যার দরুণ সমস্ত ফিট খেলোয়াড়কে রঞ্জি ট্রফির ম্যাচে অংশগ্রহণ করতেই হবে। ঈশান কিষাণের ফিট হওয়া সত্ত্বেও বারংবার রঞ্জি ম্যাচ না খেলার সিদ্ধান্তের জেরেই বোর্ড কার্যত বিরক্ত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। এই নোটিস আসার কানাঘুষোর মাঝেই ভারতের তারকা ক্রিকেটারের মাঠে প্রত্যাবর্তনের খবর শোনা যাচ্ছে।

গত নভেম্বর মাস থেকে ঈশান ভারতীয় দলের (Indian Cricket Team) বাইরে রয়েছেন। তিনি মানসিক স্বাস্থ্যজনিত কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকেও নিজেকে সরিয়ে রেখেছেন। তিনি রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচেও ঝাড়খণ্ডের হয়ে মাঠে নামার সুযোগ ফিরিয়ে দেন। ঝাড়খণ্ড পরের রাউন্ডো কোয়ালিফাই করেনি। ফলে এ মরশুমে ঈশানের রঞ্জি খেলা আর হচ্ছে না। তবে তিনি অবশেষে ডিওয়াই পাতিল টুর্নামেন্টের মাধ্যমে ক্রিকেটে ফিরতে চলেছেন।

২৫ বছর বয়সি তারকা ক্রিকেটার আইপিএলে মাঠে নামার আগে এই টুর্নামেন্টকেই কামব্যাকের মঞ্চ হিসাবে বেছে নিচ্ছেন। অবশ্য় অনুশীলনে তিনি বেশ কয়েকদিন আগেই ফিরেছেন। গত সপ্তাহেই ঈশানের অনুশীলনে ফেরার খবর সামনে আসে। তিনি বঢোদরায় রিলায়েন্স স্টেডিয়ামে অনুশীলন সারছিলেন বলে খবর। তিনি একা নন, সেখানে তাঁর মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হার্দিক পাণ্ড্য এবং হার্দিকের দাদা ক্রণালকেও ঈশানের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছিল। এবার ২২ গজে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তিনি। 

প্রসঙ্গত, ঈশান মানসিক স্বাস্থ্যের কথা জানিয়ে ছুটি নিলেও খবর অনুযায়ী তিনি আদপে নিজের পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই মাঠ থেকে সাময়িকভাবে নিজেকে সরিয়ে রেখেছেন। আর পর্যাপ্ত অনুশীলন এবং ম্যাচ ফিটনেস না থাকার জন্যই রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে ঈশান খেলেননি বলেই দাবি করা হচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত বছরের নভেম্বর মাসের টি-টোয়েন্টি সিরিজ়ে শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। তার আগে ৫০ ওভারের বিশ্বকাপ, এশিয়া কাপ, ভারতের ক্যারিবিয়ান সফর এবং একাধিক দ্বিপাক্ষিক সিরিজ়ে ভারতের হয়ে নাগাড়ে খেলেছেন তিনি। সেই জেরেই সম্ভবত ক্লান্ত হয়ে ঈশান সাময়িক বিরতির এই সিদ্ধান্ত নেন বলে অনেকে মনে করছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: প্রয়াত দেশের প্রবীণতম ক্রিকেটার, আপনি কি জানেন কে তিনি?