Madhyamik 2025 Question Paper: ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে? কী করতে হবে? জানালেন ব্রাত্য

আগামী বছর মাধ্যমিকের প্রশ্নপত্র কেমন হবে? তা জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী দাবি করেন, এবার যেহেতু প্রশ্নপত্রে কিউআর কোড ছিল, তাই প্রশ্নপত্র ফাঁস করার কাজটা অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল। কয়েকটি গ্যাংয়ের মাধ্যমে কয়েকটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস করা হলেও দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সেই রেশ ধরেই তিনি বলেন, ‘অসাধু পথে (হাঁটলে কী হয়, সেটা এবার বোঝা গিয়েছে)। এই ছাত্রছাত্রীদের (প্রশ্নফাঁসের জন্য যাদের পরীক্ষা বাতিল করা হয়েছে) ধরতে আমাদের ভালো লাগেনি। আমরা চাই না যে তারা এভাবে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করুক।’

সেইসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি চাইব যে সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দেবেন, তাদের কাছে অনুরোধ করব যে (এরকম কিছু কর না)। কারণ ওই গ্যাংয়ের মাধ্যমে প্রশ্নফাঁসের জন্য হোয়্যাটসঅ্যাপ গ্রুপ-টুপ তৈরি করে যে কসরৎ করতে হয়েছে, তার থেকে অনেক কসরৎ করে অনায়াসে পরীক্ষায় পাশ করে যাবে। এই ভুয়ো এবং অসাধু চক্রের ফাঁদা পাতে পা দিও না। সামনের বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা মন দিয়ে প্রস্তুতি নাও। প্রশ্ন নিয়ে এবার কোনও অভিযোগ ছিল না। (২০২৫ সালের মাধ্যমিকে) পড়ুয়া-বান্ধব প্রশ্নই হবে। তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নাও। তোমাদের পরীক্ষা দারুণ হবে। মুখ্যমন্ত্রীর (মমতা বন্দ্যোপাধ্যায়) তরফ থেকে সবাইকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি।’

আরও পড়ুন: WB Govt Teachers Special Leave: শিক্ষকদের ৪ দিন বাড়তি ছুটি দেবে পর্ষদ! কারা কারা পাবেন? কতদিনের মধ্যে নিতে হবে?

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি

পড়ুয়াদের সেই বার্তা দেওয়ার মধ্যেই ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য। তিনি জানিয়েছেন, আগামী বছর ১৪ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। আগামী ২৪ ফেব্রুয়ারি শেষ হবে পরীক্ষা। প্রথম ভাষার পরীক্ষা হবে ১৪ ফেব্রুয়ারি। ১৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ভাষার পরীক্ষা। তারপর ১৭ ফেব্রুয়ারি ইতিহাস, ১৮ ফেব্রুয়ারি ভূগোল, ১৯ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান, ২০ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান, ২২ ফেব্রুয়ারি অঙ্ক এবং ২৪ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। 

তবে কোন সময় পরীক্ষা শুরু হবে, তা জানাননি শিক্ষামন্ত্রী। চলতি বছর সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। ২০২৩ সালে অবশ্য সকাল ১১ টা ৪৫ মিনিট থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। সেই পরিস্থিতিতে কোন সময় থেকে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, তা নিয়ে ধন্দ বাজয় থাকল।

আরও পড়ুন: Madhyamik 2025 Full Routine: ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু ২০২৫ সালের মাধ্যমিক, কবে কী কী পরীক্ষা? কটায় শুরু?