Sandeshkhali: মহিলাদের শারীরিক নির্যাতন বলতে মারধর করা হয়েছে, দাবি নবান্ন গঠিত কমিটির

সন্দেশখালিতে মহিলাদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে একটিও কথা বললেন না রাজ্য সরকার গঠিত ১০ সদস্যের কমিটির প্রধান। মঙ্গলবার সন্দেশখালিতে নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলে ফেরার সময় তিনি সংবাদমাধ্যমকে বলেন, মহিলাদের মারধর করা হয়েছে বা হবে বলে ভয় দেখানো হয়েছে। এর বাইরে কোনও অভিযোগ জমা পড়েনি রাজ্য সরকার গঠিত কমিটির কাছে।

আরও পড়ুন: নিয়োগে দেখা গেল আশার আলো, সুপার নিউমেরারি পদে নিয়ে রাজ্যের হলফনামা চাইল আদালত

মঙ্গলবার সন্দেশখালিতে নির্যাতিতা মহিলাদের অভিযোগ শুনতে যায় রাজ্য সরকার গঠিত ১০ সদস্যের কমিটি। আগেই রাজ্য পুলিশের ২ ডিআইজির নেতৃত্বে এই কমিটি গঠন করেছিল নবান্ন। মঙ্গলবার পুলিশি পাহারায় সন্দেশখালির বিভিন্ন গ্রামে গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেন তাঁরা। নথিভুক্ত করেন তাঁদের অভিযোগ।

ফেরার সময় কমিটির অন্যতম সদস্য ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র বলেন, ‘মহিলারা আমাদের কাছে শারীরিক নিগ্রহের অভিযোগ করেছেন। কাউকে মারধর করা হয়েছে। কাউকে আটকে রেখে মারধর করার হুমকি দেওয়া হয়েছে।’

আরও পড়ুন: খড়্গপুরে ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান, প্যারাস্যুটে নেমে প্রাণে বাঁচলেন পাইলট

যদিও সংবাদমাধ্যমের সামনে সন্দেশখালির একাধিক মহিলা জানিয়েছেন, গভীর রাতে শাহজাহানের গুন্ডারা তাঁদের তুলে নিয়ে যেত তৃণমূলের পার্টি অফিসে। সেখানে রাতভর আটকে চলত নির্যাতন। এমনকী এক মহিলাকে এও বলতে শোনা যায়, আগে গ্রামে এসে সুশ্রী বধূদের চিহ্নিত করে রেখে যেত শাহজাহানের বাহিনী। তার পর রাতে এসে সেই বধূকে তুলে নিয়ে যেত তারা। স্বামী বাধা দিলে বলত, তুমি স্বামী হতে পারো কিন্তু এর ওপর তোমার আর কোনও অধিকার নেই। এর পর রাতের পর রাত, যতদিন ওদের মন না ভরবে আটকে রাখা হত ওই বধূকে। তবে এই অভিযোগের কোনও প্রতিফলন শোনা যায়নি রাজ্য সরকারের গঠিত কমিটির অন্যতম প্রধানের মুখে।