Sandeshkhali Update: উদ্বিগ্ন হাইকোর্ট, সন্দেশখালিকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করলেন বিচারপতি

সন্দেশখালিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অপূর্ব সিংহ রায় মামলাটি গ্রহণ করে মন্তব্য করেন, সন্দেশখালিতে যে অভিযোগ উঠেছে তা ভয়াবহ। এব্যাপারে হস্তক্ষেপ এটাই সঠিক সময়।

এদিন সন্দেশখালিকাণ্ড নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেন বিচারপতি অপূর্ব সিংহ রায়। এদিন বিচারপতি বলেন, ‘সন্দেশখালিতে ২টি গুরুতর অভিযোগ উঠেছে। সেখানে কোনও অনুমতি ছাড়া জনজাতিভুক্ত মানুষের জমি দখলের অভিযোগ রয়েছে। সঙ্গে মহিলারা তাঁদের ওপর নির্যাতনের অভিযোগ করেছেন। মানুষ আদালতের ভরসায় রাতে নিশ্চিন্তে ঘুমাতে যায়। তাই এটাই এব্যাপারে হস্তক্ষেপের সঠিক সময়।’

আরও পড়ুন: বাড়িতে ইডি, বড়ঞার অনুপ্রেরণায় কৈখালির বহুতল থেকে মোবাইল ছুড়লেন শেয়ার ব্যবসায়ী

একথা বলে আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়কে অভিযোগের তথ্যানুসন্ধানের জন্য আদালত বান্ধব নিয়োগ করেছে আদালত। ২০ ফেব্রুয়ারির মধ্যে সব পক্ষের সঙ্গে কথা বলে আদালতে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। সঙ্গে এই ঘটনায় কী কী পদক্ষেপ করা হয়েছে তা জানিয়ে ওই দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে রাজ্যকে। ২০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।

গত বুধবার সন্দেশখালিতে তৃণমূলের জেলা পরিষদ সদস্য উত্তম সরদার ও ব্লক তৃণমূল সভাপতি শিবু হাজরার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়। অভিযোগ, তার পর থেকে গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে নির্যাতন চালাচ্ছে পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, বছরের পর বছর জমি দখল করে ভেড়ি বানিয়ে মাছ চাষ করলেও কোনও টাকা দেয়নি উত্তম ও শিবু। পুলিশে অভিযোগ দায়ের করতে গেলে তারাও অভিযোগ নেয়নি। চাপের মুখে উত্তমকে সাসপেন্ড করে তৃণমূল। তার কয়েক ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেফতার করে পুলিশ।