Devdutt Padikkal Overjoyed And Recollects The Challenges He Faced After Getting Called Up For IND Vs ENG 3rd Test

রাজকোট: ১৫ জানুয়ারি থেকে পাঁচ ম্য়াচের সিরিজ়ের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG 3rd Test) মাঠে নামতে চলেছে ভারত। এই ম্যাচেই প্রথমবার জাতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন তরুণ বাঁ-হাতি ব্যাটার দেবদত্ত পাড়িক্কাল (Devdutt Padikkal)। গোটা রঞ্জি ট্রফি মরশুমেই একাধিক নজরকাড়া ইনিংস খেলেছেন তিনি। সম্প্রতি তামিলনাড়ুর বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে এক ঝাঁ চকচকে সেঞ্চুরি আসে। তারপরেই আহত কেএল রাহুলের বদলি হিসাবে ডাক পান পাড়িক্কাল।

তামিলনাড়ুর বিরুদ্ধে কর্ণাটকের হয়ে পাড়িক্কাল প্রথম ইনিংসে ১৫১ ও দ্বিতীয় ইনিংসে ৩৬ রান করেন। গত মরশুমেই বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটার স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। সেইসব বাধা অতিক্রম করে জাতীয় দলে ডাক পাওয়াটা তাঁর স্বপ্নের মতো বলেই জানান পাড়িক্কাল। তিনি বলেন, ‘গোটা বিষয়টায় ধাতস্থ হতে এখনও খানিকটা সময় লাগবে। টেস্ট দলে সুযোগ পাওয়াটা স্বপ্নের মতো এবং বেশ কঠিন কয়েকটা বছরের পর এই সুযোগটা এসেছে। আমি পরিবার এবং বন্ধুবান্ধদের ওই কঠিন সময়ে পাশে থাকার জন্য আমি যতই ধন্যবাদ জানাই ততই কম।’

পাড়িক্কাল জানান স্বাস্থ্য সমস্যার জন্য তাঁর ১০ কেজি ওজন কমে গিয়েছিল। ‘শরীর সুস্থ করে ফিরে আসাটা খুবই কঠিন ছিল। শারীরিকভাবে ফিট হওয়া খুবই চাপের ছিল। আমার ১০ কেজি ওজন কমে যাওয়ার পর আমার পেশির শক্তি বাড়ানোর জন্য আমি ঠিকঠাক খাবার দাবার খাওয়ার দিকে বাড়তি নজর দিতে হয়েছিল। আমার কেরিয়ারের এই সময়টায় প্রতিটি ম্য়াচই খুব গুরুত্বপূর্ণ আর এই সময়ই আমি একের পর এক ম্যাচ মিস করছিলাম।’ বলে জানান পাড়িক্কাল।

তবে এই মরশুমে রঞ্জি ট্রফিতে তিনি অনবদ্য ফর্মে রয়েছেন। পঞ্জাবের বিরুদ্ধে শতরান দিয়েই মরশুমের শুরুটা করেন তিনি। এখনও পর্যন্ত চার ম্যাচে ৯২.৬৬ গড়ে ৫৫৬ রান করে ফেলেছেন তিনি। রয়েছে তিনটি সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্বও। এবার জাতীয় দলের হয়ে মাঠে নামার প্রতীক্ষায় তিনি। আর তার জন্য ভিন্ন ব্যাটিং পজিশনও বাধা নয়। ভিন্ন ভিন্ন পজিশনে ব্য়াট করাটা চ্যালেঞ্জিং হলেও, সেটা থেকে নতুন কিছু শিখতে বরং তিনি বেশি আগ্রহী বলেও জানিয়েছেন তরুণ ব্য়াটার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

আরও পড়ুন: রাজকোট টেস্টেই কি অভিষেক হচ্ছে সরফরাজের? শিকে ছিঁড়তে পারে আরও এক তরুণের