IND vs ENG: What is India’s Test record at SCA Stadium in Rajkot get to know

রাজকোট: আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড (IND vs ENG Test) তৃতীয় টেস্ট। প্রথম টেস্টে ইংল্যান্ড জয় ছিনিয়ে নিয়েছিল। দ্বিতীয় টেস্টে ভারতীয় দল সমতা ফিরিয়েছে। আগামীকাল থেকে শুরু রাজকোট টেস্ট। পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট যে জিতবে, সেই দলই এগিয়ে যাবে সিরিজে। কিন্তু রাজকোটের ২২ গজে এর আগে টেস্টে কেমন ফল করেছে ভারতীয় দল? 

পরিসংখ্যান ঘেঁটে দেখা যাচ্ছে যে, এখনও পর্যন্ত ২টো টেস্ট ম্য়াচ খেলেছে ভারতীয় দল এই মাঠে। ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই প্রথম টেস্টটি ড্র হয়েছিল। এরপর ২০১৮ সালে দ্বিতীয় টেস্টটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। 

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট (২০১৬)

এই স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলা হয়েছিল ভারত বনাম ইংল্যান্ড। দেশের অন্য়তম সেরা ব্যাটিং পিচ এই মাঠে। ম্য়াচে ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্য়ান্ড অধিনায়ক। প্রথম ইনিংসে ৫৩৭ রান বোর্ডে তুলে নেয় ইংল্য়ান্ড। জো রুট ১২৪ রানের ইনিংস খেলেন। মঈন আলি ১১৭ রান করেন। বেন স্টোকস ১২৮ রান করেন। জবাবে ব্যাটিং করতে নেমে চেতেশ্বর পূজারা ১২৪ রান করেন। মুরলি বিজয় ১২৬ রানের ইনিংস খেলেন। ভারতীয় দল বোর্ডে ৪৮৮ রান করেন। 

দ্বিতীয় ইনিংসে অ্যালিস্টার কুক ১৩০ রানের ইনিংস খেলেন। অভিষককারী হাসিব হামিদ ৮২ রানের ইনিংস খেলেন। ৩১০ রানের লক্ষ্যমাত্রা দিয়ে দেয় ইংল্যান্ড ভারতীয় দলের সামনে। পঞ্চম দিনে অল্প সময় বাকি ছিল। বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা মিলে দলের হাল ধরে ম্য়াচ ড্রয়ের দিকে নিয়ে যান। 

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০১৮)

এই মাঠে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় দল। মাত্র ৯৯ বলে শতরানের ইনিংস খেলেন পৃথ্বী শ। এটিই ছিল তাঁর অভিষেক টেস্ট। অধিনায়ক বিরাট কোহলি ১৩৪ রানের ইনিংস খেলেন। রবীন্দ্র জাডেজা ১০০ রান করেন। ঋষভ পন্থ ৯২ ও চেতেশ্বর পূজারা ৮৬ রানের ইনিংস খেলেন। ভারতীয় দল ৯ উইকেট হারিয়ে ৯ উইকেট হারিয়ে ৬৪৯ রান বোর্ডে তোলে। 

ম্য়াচে ২ ইনিংসে ব্যাট করতে নেমে ১৮১ ও ১৯৬ রান বোর্ডে তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস ও ২৭২ রানে জয় ছিনিয়ে নেয় ভারতীয় ক্রিকেট দল। 

আরও দেখুন