Shanmik Bhattacharya on Sandeshkhali: নারীর সম্ভ্রমকে খেলা মনে করে TMC,শাসকের ‘খেলা ঘুরে গেছে’ মন্তব্যকে কটাক্ষ শমীকের

সন্দেশখালিতে খেলা ঘুরে গেছে। রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য। বুধবার দলের রাজ্য সদর দফতরে সরস্বতী পুজোয় অংশগ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ ছোড়েন তিনি।

শমীকবাবু বলেন, ‘যারা মানুষের জীবন – যৌবনকে, মানুষের ক্ষুধাকে, মহিলার সম্ভ্রমকে ও গণতান্ত্রিক অধিকারগুলোকে খেলা বলে মনে করেন, তাদের কাছ থেকে এর থেকে বেশি কী প্রত্যাশা করবেন? একটা সময় দেখবেন, নিজেদের গোলেই ওরা বল ঢোকাচ্ছে। খেলা হবে বলতে বলতে মার্চ মাসের পরেই সেম সাইড গোল শুরু হয়ে যাচ্ছে’।

আরও পড়ুন: সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের বাধা, ধস্তাধস্তিতে জ্ঞান হারালেন সুকান্ত

সন্দেশখালিতে লিজের বকেয়া টাকা তৃণমূল ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে বলে পার্থ ভৌমিক যে আশ্বাস দিয়েছেন তাকে কটাক্ষ করে শমীকবাবু বলেন, ‘সরকার কেন ক্ষতিপূরণ দেবে? সরকার তো ওখানে মাছের চাষ করেনি। সরকার কোনও ভাবেই ওর সঙ্গে যুক্ত নয়। জমি নেওয়া হচ্ছে কৃষকের থেকে। স্থানীয় ভাষায় বলা হয় খাজনা। বছরের ২ বার লভ্যাংশ দিতে হয়। তারা গায়েব করে দিচ্ছে। সন্দেশখালি স্কুলের খেলার মাঠও ভেড়ি হয়ে গিয়েছে’।

আরও পড়ুন: বহরমপুরে বামেদের আইন অমান্যে পুলিশের কাঁদানে গ্যাসের ধোঁয়ায় মৃত্যু এক বৃদ্ধের

১৪৪ ধারা জারি থাকায় সন্দেশখালিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের তরফে কোনও রাজনৈতিক দলের কোনও নেতাকে যেতে না দেওয়া হলেও মঙ্গলবার সেখানে দলীয় সফরে যান তৃণমূল নেতা পার্থ ভৌমিক। সন্দেশখালির কালীনগরে স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। এর পর পার্থ ভৌমিক বলেন, ‘খেলা ঘুরে গেছে। আমরা ১৮ তারিখ আবার আসছি। সেদিন দেখতে পাবেন খেলা ঘুরে গেছে। সিপিএম – বিজেপি বলছে যেটা সেটা অভিযোগ নয়। এরা বলছে, একজন মহিলাও দায়িত্ব নিয়ে বলতে পারবে না তার কোনও শ্লীলতাহানি হয়েছে। এটা হচ্ছে এখানকার মা বোনেদের বক্তব্য। অভাব অভিযোগ আছে। অনেকে লিজের টাকা দেয়নি মানুষকে। নির্দিষ্ট কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার মধ্যে ১ জনকে আমরা ইতিমধ্যে দল থেকে সাসপেন্ড করে দিয়েছি। সে শেষ ২ বছর ভেড়ির লিজের টাকা দেয়নি। এর পর শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধেও একই অভিযোগ আসে, দল উত্তম সরদারের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছে শিবু হাজরার ক্ষেত্রেও একই নেবে। আমি বলেছি লিজের তালিকা তৈরি করতে। যারা যারা লিজের টাকা পায়নি তাদের টাকা ফেরত করিয়ে দেওয়া দায়িত্ব দলের।’